কর্ণাটক: ভোটের বাজারে নগদ টাকা পাচারের নয়া ফন্দির পর্দা ফাঁস করল আয়কর দপ্তর৷ গোপন সূত্রে খবর পেয়ে গাড়ির টায়ারে তল্লাশি করতেই বেরিয়ে এল নোটের বান্ডিল৷ শনিবার কর্ণাটক ও গোয়ায় দফায় দফায় অভিযান চালিয়ে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার করল আয়কর দপ্তর৷
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার কর্ণাটকে একটি গাড়ি আটক করে আয়কর দপ্তর৷ গাড়িটি বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা যাচ্ছিল৷ তল্লাশি চালানোর সময়ে অফিসারদের নজরে পড়ে গাড়ির মধ্যে থাকা একটি টায়ারের দিয়ে৷ সেটি তল্লাশি করতেই বেরিয়ে আসে কয়েক কোটি টাকা৷ টায়ার কেটে বের করা হয় ২.৩ কোটি টাকা৷
#WATCH: Rs 2.30 cr in cash stuffed inside the spare tire in a car seized by Income-Tax officials. The cash was being transported from Bengaluru to Shivamogga. #Karnataka pic.twitter.com/yUeRdKVyzY
— ANI (@ANI) April 20, 2019
শনিবার কর্ণাটকের বাগলকোটে এক ব্যাঙ্ক কর্মীর বাড়ি থেকে ১ কোটি টাকা উদ্ধার করে আয়কর দপ্তর৷ গোয়াতেও তল্লাশি চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩০ লাখ টাকা৷ এবছর ১৭ এপ্রিল পর্যন্ত নগদ ও গহনা মিলিয়ে মোট ২৬০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কমিশন৷ ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময়ে উদ্ধার হয়েছিল ১২০০ কোটি টাকা৷