চালকদের ঘুম এলেই বাজবে অ্য়ালার্ম, নতুন যন্ত্র গড়ছে AI, নয়া ডিভাইস আনছে রেল

চালকদের ঘুম এলেই বাজবে অ্য়ালার্ম, নতুন যন্ত্র গড়ছে AI, নয়া ডিভাইস আনছে রেল

new device

নয়াদিল্লি: আমাদের দেশে বিভিন্ন সময় রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে৷ করমণ্ডল দুর্ঘটনার ঘা এখনও সকলের মনে টাটকা৷ এরই মধ্যে দুর্ঘটনা এড়াতে নতুন উদ্যোগ নিল রেল৷ ট্রেন চালানোর সময় চালকদের ঘুম পেলেই চেপে ধরবে বিশেষ যন্ত্র। অভিনব এই যন্ত্রটি তৈরি হয়েছে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে৷ নর্থ এই বিশেষ ধরনের যন্ত্র তৈরির উদ্যোগ নিচ্ছে ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে৷ যদি কোনওভাবে ট্রেন চালানোর সময় চালকদের ঢুলুনি আসে বা চালকদের ঘুম ঘুম পাচ্ছে বলে বুঝতে পারে যন্ত্র, সঙ্গে সঙ্গে সতর্ক করে দেবে এই বিশেষ যন্ত্র।

গত জুন মাসে এনএফআরকে বিশেষ এই যন্ত্র তৈরির পরামর্শ দেয় রেলওয়ে বোর্ড। ট্রেন চালকরা যাতে ডিউটির মাঝে কোনওভাবে ঘুমিয়ে পড়তে না পারেন, তা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা। কারণ ট্রেন চালকদের হাতে বন্দি থাকে বিপুল সংখ্যক যাত্রীর প্রাণ। কারণ, ট্রেন চালদের ঝিমুনি এলেই বড়সড় বিপদ ঘটে যেতে পারে। সেকারণেই দুর্ঘটনা এড়াতে এই বিশেষ ব্যবস্থা লাগু করতে চাইছে রেলদফতর।

এনডিটিভি সূত্রে খবর, এই নয়া ডিভাইসের নাম দেওয়া হয়েছে রেলওয়ে ড্রাইভার অ্য়াসিসট্যান্স সিস্টেম। কী ভাবে কাজ করবে এই যন্ত্র? সূত্রের খবর, চালকরা ঘুমে ঢুলছে কিনা, তার উপর নজর খেয়াল রাখবে এই যন্ত্র। চালকদের ঝিমোতে দেখলেই অ্য়ালার্ম বাজিয়ে সতর্ক করে দেবে এই ডিভাইস। সেই সঙ্গেই এমার্জেন্সি ব্রেকও চেপে ধরা হবে। 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়ছে, আপাতত প্রাথমিকস্তরে কাজ চলছে। এই যন্ত্র পুরোপুরি তৈরি হওয়ার পর মহড়া করা হবে। সফল হলে তবেই  কার্যকরী প্রয়োগ করা হবে। এনএফআর রেলের টেকনিকাল টিম ইতিমধ্য়েই কাজ শুরু করে দিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্য়েই এই ডিভাইস তৈরি করে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + three =