প্লাস্টিক দূষণ রুখে বিয়ের আসরে আমন্ত্রিতদের অভিনব বার্তা নব দম্পতির

আজ বিকেল: বিয়ে মানেই আলোর রোশনাই, সুরের মূর্চ্ছনা, বাদ্যযন্ত্রের ঝলকানি, লোভনীয় খাবার দাবার আর আয়েশী আরাম ও মনোরম ডেকোরেশন, অত্যাধুনিক পোশাক পরিচ্ছদ। বাড়িতে বিয়ে লাগলেই প্রয়োজনের অতিরিক্ত খরচ হওয়াটা নতুন কিছু নয়। আয়োজনের আবশ্যকতায় আমরা ভুলেই যাই দেশের অধিকাংশ মানুষ প্রতিদিন একবেলা খাবার জোগাড়তেই সক্ষম হয় না। কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানও দূষণের কারণ হতে পারে, তবে

প্লাস্টিক দূষণ রুখে বিয়ের আসরে আমন্ত্রিতদের অভিনব বার্তা নব দম্পতির

আজ বিকেল: বিয়ে মানেই আলোর রোশনাই, সুরের মূর্চ্ছনা, বাদ্যযন্ত্রের ঝলকানি, লোভনীয় খাবার দাবার আর আয়েশী আরাম ও মনোরম ডেকোরেশন, অত্যাধুনিক পোশাক পরিচ্ছদ। বাড়িতে বিয়ে লাগলেই প্রয়োজনের অতিরিক্ত খরচ হওয়াটা নতুন কিছু নয়। আয়োজনের আবশ্যকতায় আমরা ভুলেই যাই দেশের অধিকাংশ মানুষ প্রতিদিন একবেলা খাবার জোগাড়তেই সক্ষম হয় না। কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানও দূষণের কারণ হতে পারে, তবে বর কনে যদি নিজেরাই এই পরিস্থিতি বদলাতে চান তাহলে তার থেকে ভাল আর কিছু হতেই পারে না।

প্লাস্টিক দূষণ রুখে বিয়ের আসরে আমন্ত্রিতদের অভিনব বার্তা নব দম্পতিরএমনটাই ঘটেছে পুদুচেরিতে, চলতি বছরের জানুয়ারিতেই সেখানে গাঁটছড়া বেঁধেছেন এক দম্পতি। তাঁর বিয়ের আগেই ঠিক করেছিলেন,দূষণ তো বাড়াবেন না উলটে পরিবেশবান্ধব বিয়ের আয়োজন করবেন। সেইমতো প্রকৃতির মধ্যে বিয়ের মণ্ডপ হল, একদম ঐতিহ্যবাহী স্বাস্থ্যকর খাবারের সঙ্গে খাবার পরিবেশনের আয়োজনও করেছেন ঘরোয়া পদ্ধতিতে। কলাপাতায় অতিথিদের খাবার দেওয়া হয়েছে সঙ্গে স্টেনলেস স্টিলের গ্লাসে জল। কোনও থার্মোকল বা প্লাস্টিকের থালা গ্লাস আনা হয়নি। অতিথিদের বলা ছিল আপনাদের উপস্থিতিই উপহার,সঙ্গে করে কোনও উপহার আনবেন না। উলটে প্রত্যেক অতিথিকে বিয়েতে উপস্থিত থাকার জন্যধন্যবাদের পাশপাশি একটি পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগও উপহার দিয়েছেন ওই দম্পতি। যে ব্যাগের মধ্যে বিভিন্ন গাছের বীজ রয়েছে।

প্লাস্টিক দূষণ রুখে বিয়ের আসরে আমন্ত্রিতদের অভিনব বার্তা নব দম্পতিরনবদম্পতির তরফে একটা অনুরোধ আসে ব্যাগে থাকা বীজ যেন তাঁরা কোনও সংস্থার মাধ্যমে বা নিজেরাই গিয়ে পশ্চিমঘাট পর্বত এলাকায় পুঁতে দেন। ওই গাছই সমগ্র দক্ষিণ ভারতের নদীর জলকে বাঁচাবে, বন্যা খরা থেকে পরিবেশকে রক্ষা করবে।

প্লাস্টিক দূষণ রুখে বিয়ের আসরে আমন্ত্রিতদের অভিনব বার্তা নব দম্পতিরনবদম্পতির এহেন আয়োজনে প্রথমে অনেক সমালোচনা হলেও বিয়েবাড়ির আতিথ্য গ্রহণ করে সকলেই ভীষণ খুশি হন। পরিবেশপ্রেমীরাও এই নবদম্পতির উদ্যগে আশার আলো দেখছেন। চামচ প্লেট ছাড়াই যে বিয়েবাড়িতে এমন আয়োজন হতে পারে তা ভেবেই অবাক প্রতিবেশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 5 =