তিন তালাক বিল ঘিরে জারি নয়া বিতর্ক, সেটিং? তুঙ্গে চর্চা

নয়াদিল্লি : হুইপ জারি হওয়ার পরও কংগ্রেস সাংসদরা কেন তিন তালাক বিল বিতর্কে রাজ্যসভায় হাজির ছিলেন না? রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও কীবাবে বিজেপি ৯৯-৮৪ ভোটে বিলটি পাশ করিয়ে নিল? সাংসদরা উপস্থিত থাকলে বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো যেত৷ কিন্তু, সংসদে হাজির না হয়ে ৫ কংগ্রেস সাংসদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন৷ তাহলে কি সেটিং? শুধু কংগ্রেস নয়,

তিন তালাক বিল ঘিরে জারি নয়া বিতর্ক, সেটিং? তুঙ্গে চর্চা

নয়াদিল্লি : হুইপ জারি হওয়ার পরও কংগ্রেস সাংসদরা কেন তিন তালাক বিল বিতর্কে রাজ্যসভায় হাজির ছিলেন না? রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও কীবাবে বিজেপি ৯৯-৮৪ ভোটে বিলটি পাশ করিয়ে নিল? সাংসদরা উপস্থিত থাকলে বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো যেত৷ কিন্তু, সংসদে হাজির না হয়ে ৫ কংগ্রেস সাংসদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন৷ তাহলে কি সেটিং?

শুধু কংগ্রেস নয়, অনুপস্থিত ছিলেন এনসিপির শরদ পাওয়ার থেকে প্রফুল প্যাটেল৷ তৃণমূল ও ডিএমকের একজন করে সাংসদ ছিলেন না বলেও খবর৷ ভোটে ছিলেন না মুসলিম লিগ ও কেরল কংগ্রেসের সাংসদরা৷ এআইডিএমকে থেতে শুরু করে জেডিইউ, বিএসপি এবং তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, ওয়াইএসআর কংগ্রেসের সাংসদরাও ভোটের সময় উধাও হয়ে যাওয়ার ঘটনায় লোকসভায় বিলটি পাশ হয়ে যায় ফাঁকা মাঠেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 12 =