দেশে ৮০% করোনা আক্রান্তের শরীরে নেই কোনও উপসর্গ, দাবি আইসিএমআরের

দেশে ৮০% করোনা আক্রান্তের শরীরে নেই কোনও উপসর্গ, দাবি আইসিএমআরের

নয়াদিল্লি: উদ্বেগ জনক তথ্য দিল ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (আইসিএমআর)। ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ৮০ শতাংশ মানুষের শরীরেই সংক্রমণের লক্ষণই দেখা যাচ্ছে না। ভারতের শীর্ষ চিকিৎসা গবেষণা সংস্থা আইসিএমআরের প্রধান বিজ্ঞানী ডঃ রামন আর গঙ্গাখেদকার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘৮০ শতাংশ ক্ষেত্রেই রোগের লক্ষণ দেখা যাচ্ছে না। আমাদের সবচেয়ে বড় উদ্বেগ এই শনাক্তকরণ নিয়েই। খুঁজে বের করে ছাড়া আর কোনও উপায় নেই।’

বিজ্ঞানীদের দাবি, এর আগে বিশ্বের বিভিন্ন দেশে উপসর্গ হীন করোনা সংক্রমণের তথ্য পাওয়া গিয়েছে। এখন ভারতেও আক্রান্তদের অধিকাংশই করোনা উপসর্গহীন। অর্থাৎ, জ্বর-সর্দি-কাশির মতো যে বিষয়গুলি করোনার প্রাথমিক উপসর্গ বলে মনে করা হয়, তার কোনও উপসর্গই ৮০ শতাংশ সংক্রমিত ব্যক্তির মধ্যে নেই। তাহলে করোনা সংক্রমিত ব্যক্তিকে চিহ্নিত করা যাবে কিভাবে? এ প্রসঙ্গে গঙ্গাখেদকার বলেন, ‘এর বিকল্প কিছু এখনও পর্যন্ত নেই। যে এলাকাগুলো সংক্রমণপ্রবণ বা হটস্পটে রয়েছে, সেখানে বসবাসকারী কারও মধ্যে ইনফ্লুয়েঞ্জা-জাতীয় অসুস্থতার লক্ষণ দেখলেই তাঁর করোনা টেস্ট করা হচ্ছে । এটাই এখন উপায়। আরও কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে ব্যাপারে আমি নিশ্চিত নই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =