অপরাধ প্রমাণে ডিএনএ পরীক্ষার ছাড়পত্র দিয়ে পাশ নয়া বিল

নয়াদিল্লি: লোকসভায় মঙ্গলবার পাস হয়ে গেল ডিএনএ প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত বিল। এই বিল আইনে পরিণত হলে, ফৌজদারি অপরাধ প্রমাণের জন্য ডিএনএ প্রযুক্তির ব্যবহার করতে পারবে নিরাপত্তা সংস্থাগুলি। এছাড়াও, বংশপরিচয় নিয়ে বিরোধ, অভিবাসন, শরণার্থী এবং অঙ্গ-প্রতঙ্গ সংস্থাপনের মতো সিভিল বিষয়ে ডিএনএ প্রযুক্তির ব্যবহার করা যাবে। মঙ্গলবার ‘ডিএনএ টেকনোলজি (ইউজ অ্যান্ড অ্যাপ্লিকেশন) রেগুলেশন বিল, ২০১৮’ পেশের পর,

অপরাধ প্রমাণে ডিএনএ পরীক্ষার ছাড়পত্র দিয়ে পাশ নয়া বিল

নয়াদিল্লি: লোকসভায় মঙ্গলবার পাস হয়ে গেল ডিএনএ প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত বিল। এই বিল আইনে পরিণত হলে, ফৌজদারি অপরাধ প্রমাণের জন্য ডিএনএ প্রযুক্তির ব্যবহার করতে পারবে নিরাপত্তা সংস্থাগুলি। এছাড়াও, বংশপরিচয় নিয়ে বিরোধ, অভিবাসন, শরণার্থী এবং অঙ্গ-প্রতঙ্গ সংস্থাপনের মতো সিভিল বিষয়ে ডিএনএ প্রযুক্তির ব্যবহার করা যাবে।

মঙ্গলবার ‘ডিএনএ টেকনোলজি (ইউজ অ্যান্ড অ্যাপ্লিকেশন) রেগুলেশন বিল, ২০১৮’ পেশের পর, তাকে সমর্থন করে অধিকাংশ রাজনৈতিক দল। তবে ডিএনএ প্রযুক্তির অপব্যবহার নিয়েও সরব হন অনেকে। বিতর্কে অংশ নিয়ে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তিমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, দেশের নাগরিকদের এক শতাংশেরও ভগ্নাংশের ক্ষেত্রে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে। বিলের অপব্যবহার প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে কোনও বিষয়ে যে কোনও স্তরে অপব্যবহারের সম্ভাবনা রয়েছে। এমনকী, রক্তের নমুনা সংগ্রহকারী ল্যাবরেটরিতেও এই অপব্যবহার হতে পারে। এই বিলে জাতীয় ডিএনএ ডেটা ব্যাঙ্ক এবং আঞ্চলিক ডিএনএ ডেটা ব্যাঙ্ক তৈরির সংস্থান রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eight =