বিয়েবাড়ির খাবার অপচয় রুখতে নয়া ব্যবস্থা কেন্দ্রের

নয়াদিল্লি: দয়া করে খাবার নষ্ট করবেন না৷ প্রয়োজনে অপ্ল খান৷ সুস্থ থাকলে অনেক দিন বাঁচতে পারবেন৷ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ খাবার নষ্ট না করার পাশাপাশি কী খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, কখনও খাওয়া প্রয়োজন তাও জানিয়ে দেন মন্ত্রী৷ এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, খাদ্য সুরক্ষা নিয়ে যেমন দেশজুড়ে

7490ea2d6c15540fa69ae1ac9f26106a

বিয়েবাড়ির খাবার অপচয় রুখতে নয়া ব্যবস্থা কেন্দ্রের

নয়াদিল্লি: দয়া করে খাবার নষ্ট করবেন না৷ প্রয়োজনে অপ্ল খান৷ সুস্থ থাকলে অনেক দিন বাঁচতে পারবেন৷ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ খাবার নষ্ট না করার পাশাপাশি কী খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, কখনও খাওয়া প্রয়োজন তাও জানিয়ে দেন মন্ত্রী৷

এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, খাদ্য সুরক্ষা নিয়ে যেমন দেশজুড়ে প্রচার বাড়ানো হবে, একইসঙ্গে রাজ্যগুলির সঙ্গে কথা বলে সচেতনতামূলক উদ্যোগও নেওয়া হবে৷ একই সঙ্গে বিয়ে বাড়ি থেকে শুরু করে হোটেল,  সভা-সমাবেশ, সরকারি অনুষ্ঠানে খাবার নষ্ট হওয়া রুখতেও পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন হর্ষ বর্ধন৷ এবিষয়ে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়াকে উদ্যোগ বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি৷ গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে কীভাবে গরিবদের কাছে খাবার পৌঁছে দেওয়া যায়, তা জানতে রাজ্যগুলির মত জানতে ২৭ জুন দিল্লিতে বৈঠক ডাকা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *