এবার বাড়িতে বসেই কাটুন তৎকাল টিকিট, যাত্রীদের স্বার্থে নয়া অ্যপ আনল IRCTC

এবার বাড়িতে বসেই কাটুন তৎকাল টিকিট, যাত্রীদের স্বার্থে নয়া অ্যপ আনল IRCTC

81a25cffca6717c0889a6ee02ad39a80

নয়াদিল্লি: রেলযাত্রীদের জন্য দারুণ খবর৷ এবার থেকে তৎকাল টিকিট কাটার জন্য আর স্টেশনে ছুটতে হবে না৷ দাঁড়াতে হবে না প্ল্যাটফর্মের কাউন্টারে লম্বা লাইনে৷ তৎকাল টিকিট কাটার জন্য একটি নয়া অ্যাপ নিয়ে এল আইআরসিটিসি৷ এই অ্যাপটির নাম ‘কনফার্ম টিকিট’৷ নিজের মোবাইল ফোনে এই অ্যাপ ডাউনলোড করে নিন৷ আর  অতি সহজেই জেনে যান কোন ট্রেনে তৎকাল টিকিট আছে, কোন ট্রেনে নেই। তার পর কেটে ফেলুন টিকিট৷

আরও পড়ুন- আবার আসিয়াছেন ফিরে! মনে আছে EVM হাতে হলুদ শাড়ি পরে পোলিং বুথে আসা রিনাকে?

তবে শুধু তৎকাল টিকিট কাটাই নয়,  এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা জানতে পারবেন কোন ট্রেনে কত আসন ফাঁকা রয়েছে৷ এছাড়া ট্রেনের সময়সূচিও রয়েছে ‘কনফার্ম টিকিট’-এ৷ যে শাখার ট্রেনের খবর জানতে চাইছেন, সেই শাখার নাম টাইপ করলেই ট্রেনের তালিকা দেখিয়ে দেবে অ্যাপ৷ পাশাপাশি কোন রুটের কোন ট্রেনে কত তৎকাল টিকিট রয়েছে, সবটাই জানিয়ে দেবে এই অ্যাপ। কী ভাবে বাড়িতে বসে তৎকাল টিকিট কাটবেন, তাও উপায়ও জানাবে ‘কনফার্ম টিকিট’। অ্যান্ড্রয়েড ইউজাররা গুগল প্লে স্টোর থেকে সহজেই এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন৷ বলে রাখা ভালো শুধু টিকিট কাটা নয়, টিকিট বাতিল করতে চাইলেও এই অ্যাপের মাধ্যমে অনায়াসেই তা করা যাবে। 

‘কনফার্ম টিকিট’ অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট কাটলে অতিরিক্ত চার্জও দিতে হবে না। দেখা গিয়েছে অনেকেই টিকিট কাটাতে চান অথচ  ট্রেনের নম্বর জানা থাকে না৷ তাহলেও অসুবিধা নেই। এই অ্যাপে প্রত্যেক ট্রেনের যাবতীয় তথ্য রয়েছে। একবার এই অ্যাপে নিজের গন্তব্যের তথ্য দিলে তা সেভ হয়ে থাকবে। বারবার একই বিষয় টাইপ করার প্রয়োজনও পড়বে না। তথ্য সেভ থাকলে দ্রুত তৎকাল টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। টিকিটেক দাম মেটাতে হবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে৷ এসএমএস বা ইমেলে আপনি ট্রেনের টিকিট পেয়ে যাবেন৷ 

উল্লেখ্য, এই অ্যাপের সাহায্য তৎকাল টিকিট কাটলে নিজের পছন্দের আসনও পেতে পারবেন যাত্রীরা৷ যাত্রার অন্তত দু’দি আগে তৎকাল টিকিট কাটতে হবে৷ তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে সেকেন্ড ক্লাসের জন্য ১০ শতাংশ এবং অন্যান্য ক্লাসের জন্য ৩০ শতাংশ চার্জ দিতে হবে। কোনও অতিরিক্ত খরচ নেই৷