প্রথম রাজ্য হিসাবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়াল ওডিশা

প্রথম রাজ্য হিসাবে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়াল ওডিশা

0bdb1cab1cc9151d2859a3b5b4c76511

ভুবনেশ্বর: এমনটা আন্দাজ করা যাচ্ছিলো। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সর্বদল বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন, তখন আম জনতা ধরেই নিয়েছিল এপ্রিল মাসের ১৪ তারিখের পরেও লকডাউন জারি থাকবে দেশে। আনুষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। তবে, প্রধানমন্ত্রী কিছু ঘোষণা করার আগেই দেশের প্রথম রাজ্য হিসাবে ওড়িশা সরকার আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার এই ঘোষণা হয়েছে।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্যবাসীকে বলেছেন, “এই লকডাউনের দিনগুলিতে আপনাদের নিয়মানুবর্তিতা এবং ত্যাগ সরকারকে কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছে।” কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ওড়িশায় এতদিনে মোট ৪২টি করোনা ভাইরাস সংক্রামিত রুগীর সন্ধান পাওয়া গিয়েছে। এই ৪২ জনের মধ্যেই একজন মারা গিয়েছেন। ২ জন সেরে উঠেছেন।

ইন্ডিয়া টুডে'র খবর অনুযায়ী, বৃহস্পতিবার ওড়িশা সরকারের ক্যাবিনেট মিটিংয়ের পরই মুখ্যমন্ত্রী জানান, “মানুষের জীবন এবং জীবিকা রক্ষা করা জরুরি। কেন্দ্রীয় সরকারকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন চালু রাখার অনুরোধ জানাচ্ছি, সেই সঙ্গে ওই তারিখ পর্যন্ত বিমান ও রেল পরিষেবা বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।” পট্টনায়ক জানিয়েছেন, ওড়িশার আটকে পড়া ভারতের সমস্ত রাজ্যের বাসিন্দারা সুরক্ষিত। যে সমস্ত ওড়িশাবাসী অন্য রাজ্যে আটকের আছেন, তারাও চিন্তা করবেন না। রাজ্য সরকার সেই সব রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখেছে। পণ্য আনা-নেওয়ার কোনও সমস্যা নেই। রাজ্যে খুব তাড়াতাড়ি ১ লাখ মানুষের রাপিড টেস্ট হবে। আপাতত, জুনের ১৭ তারিখ পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্টান বন্ধ।

পশ্চিমবঙ্গ সরকার অবশ্য লকডাউনের ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে। লোকসভার তৃণমূল কংগ্রেস দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন, লকডাউন বাড়বে। ১৪ মার্চ শেষ হবে না। রাজ্য সরকার লোক ডাউনের ব্যাপারে কড়াকড়ি করলেও, বাড়াবাড়ি করা হবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *