ভোট চুরি রুখতে মহাজোটের নয়া কৌশল

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে ভোট চুরি রুখতে ইভিএমের পরিবর্তে ব্যালট ফেরানোর দাবি জানিয়ে একযোগে মাঠে নামার বার্তা দিলেন বিরোধীদের মহাজোটের নেতারা৷ শনিবার রাজ্য সরকারের অতিথিশালা আলিপুরের ‘সৌজন্য’তে মহাজোটের নেতাদের চা চক্রে এই সিদ্ধান্ত হয়৷ প্রায় এক ঘণ্টার চা চক্রের পর নেতাদের নিয়ে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ইভিএমে কারচুপি আটকানোর ব্যাপারে চারজনকে নিয়ে একটি কমিটি

ভোট চুরি রুখতে মহাজোটের নয়া কৌশল

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে ভোট চুরি রুখতে ইভিএমের পরিবর্তে ব্যালট ফেরানোর দাবি জানিয়ে একযোগে মাঠে নামার বার্তা দিলেন বিরোধীদের মহাজোটের নেতারা৷ শনিবার রাজ্য সরকারের অতিথিশালা আলিপুরের ‘সৌজন্য’তে মহাজোটের নেতাদের চা চক্রে এই সিদ্ধান্ত হয়৷

প্রায় এক ঘণ্টার চা চক্রের পর নেতাদের নিয়ে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ইভিএমে কারচুপি আটকানোর ব্যাপারে চারজনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে৷ এই কমিটিতে থাকছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, বিএসপি নেতা সতীশ মিশ্র ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি৷ কমিটি একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে নির্বাচন কমিশনের কাছে পেশ করবে৷ সংসদের আগামী অধিবেশনের সময় এ নিয়ে আলোচনা হবে হবেও জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 16 =