বাস্তবে ‘স্কুইড গেম’ আনছে নেটফ্লিক্স, জীবন মরণ খেলায় জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

বাস্তবে ‘স্কুইড গেম’ আনছে নেটফ্লিক্স, জীবন মরণ খেলায় জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

30c2fa54670b9ac931ed0363fc44fff1

নয়াদিল্লি: ‘স্কুইড গেম’৷ লাল-সবুজ আলোর এক ভয়ংকর খেলা৷ নেটফ্লিক্সের ভুবন কাঁপানো সেই ওয়েব সিরিজ এবার বাস্তবে৷ ‘স্কুইড গেম’-এর আদলে রিয়ালিটি শো আনছে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্স। জিতলেই মোটা টাকার পুরস্কার৷ 

দক্ষিণ কোরিয়ার এই সিরিজে দেখানো হয় জীবন-মরণ খেলা৷ যা দেখতে সহজ৷ কিন্তু, হারলেই নিশ্চিত মৃত্যু৷ এই গেম দেখতে বসলে শিড়দাঁড়া দিয়ে বয়ে যায় এক ঠাণ্ডা স্রোত৷ নেটফ্লেক্সের সৌজন্যে পর্দার সেই খেলাই এবার রিয়্যালিটি শো রূপে আসছে৷ যার নাম দেওয়া হবে ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’৷ পর্দার মতো বাস্তবে অবশ্য জীবন-মরণ খেলা থাকবে না৷ তবে থাকবে বিশালাকায় পুতুল৷ যা লাল আলো আর সবুজ আলোর সঙ্কেত বহন করে৷ এই রিয়্যালিটি শো’র বিজেতা পাবেন ৪.৫৬ মিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৫ কোটি টাকা৷ টেলিভিশনের ইতিহাসে এত বেশি নগদ পুরস্কার এই প্রথম৷ মঙ্গলবারই টুইট করে এই অভিনব রিয়্যালিটি শো-এর কথা ঘোষণা করেছে নেটফ্লিক্স৷ 

২০২১ সালের সেপ্টেম্বর মাসে নেটফ্লিক্স নিয়ে এসেছিল স্কুইড গেম সিরিজ৷ যা এখনও পর্যন্ত নেটফ্লিক্সের সর্বকালের সেরা৷ দক্ষিণ কোরিয়ার এই জনপ্রিয় ওয়েব সিরিজকেই রিয়্যালিটি শো’র রূপ দিতে চলেছে তারা৷ সিরিজের কাহিনি অনুযায়ী কিছু এমন মানুষকে বেছে নেওয়া হয় যাদের টাকার খুব প্রয়োজন। তাদেরকেই খেলতে বাধ্য করা হয়। এই খেলাই হয়ে ওঠে জীবন-মৃত্যুর নির্ণায়ক। জিতলে বেঁচে থাকার অধিকার। হারলে মৃত্যুর অবধারিত।   

হোয়াং দং হিউক পরিচালিত ‘স্কুইড গেম’ এতটাই জনপ্রিয় হয় যে, মাত্র ২৮ দিনে তা ১৬০ কোটির বেশি দর্শক দেখে ফেলেন৷ তুমুল সাড়া জাগানো এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন আনার কথাও ইতিমধ্যেই ঘোষণা করেছে নেটফ্লিক্স৷ এই ঘোষণার পরেই রিয়্যালিটি শো-এর কথা ঘোষণা করা হয়৷ 

জানা গিয়েছে, এই রিয়্যালিটি শো’র মোট ১০টি এপিসোড হবে৷ তাতে মোট ৪৫৬ জন প্রতিযোগী অংশ নেবেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বয়স হতে হবে ২১ বছর বা তার বেশি৷ এবং প্রতিযোগীকে অবশ্যই ইংরাজি ভাষা জানতে হবে। রিয়ালিটি শোয়ের শুটিং করতে মোট চার সপ্তাহ সময় লাগবে। শুটিং হবে ২০২৩ সালে।  বাস্তবের স্কুইড গেম কতটা ঝুঁকিপূর্ণ হবে, তা এখনও স্পষ্ট ভাবে জানানো হয়নি৷ 

স্কুইড গেম এমন একটা ওয়েব সিরিজ যেখানে সমাজের বার্তা দেওয়া হয়৷ সমাজের ধনী শ্রেণির কাছে আর্থিকভাবে দুর্বল মানুষগুলোর জীবনের মূল্য কতখানি ঠুনকো, এখানে সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে৷