Tiktok-এর পর এবার কোপের মুখে Netflix ও Amazon Prime Video

নয়াদিল্লি: অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে এবার কোপের মুখে পড়তে চলছে Netflix ও Amazon Prime Video৷ অনলাইনে অশালীন ভিডিও’র রমরমা রুখতে এবার কেন্দ্রকে নোটিস ধরাল দেশের শীর্ষ আদালত৷ নেটফিক্স ও আমাজন প্রাইম ভিডিওর মতো অনলাইন মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে ছড়িয়ে পড়ে অশালীন ভিডিও নিয়ন্ত্রণ কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র? তা জানতে অবিলম্বে নীতি প্রণয়নে বিষয়ে গুরুত্ব দেওয়ার আর্জি

imagesmissing

নয়াদিল্লি: অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে এবার কোপের মুখে পড়তে চলছে Netflix ও Amazon Prime Video৷ অনলাইনে অশালীন ভিডিও’র রমরমা রুখতে এবার কেন্দ্রকে নোটিস ধরাল দেশের শীর্ষ আদালত৷ নেটফিক্স ও আমাজন প্রাইম ভিডিওর মতো অনলাইন মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে ছড়িয়ে পড়ে অশালীন ভিডিও নিয়ন্ত্রণ কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র? তা জানতে অবিলম্বে নীতি প্রণয়নে বিষয়ে গুরুত্ব দেওয়ার আর্জি সুপ্রিম কোর্টের৷ আজ, একটি জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্র নোটিস ধরি অনলাইন মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণের বিষয়ে পদক্ষপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে৷

এর আগে টিকটকের মাধ্যমে অশালীন ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগে চিনা সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়৷ তবে, পরে কয়েকটি শর্তের উপর ভিত্তি করে টিকটকের উপরে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় মাদ্রাজ হাইকোর্ট৷

আদালতে এই ভিডিও অ্যাপ কর্তৃপক্ষের দাবি ভারতে প্রায় ৫৪ মিলিয়ন মানুষ এটি ব্যবহার করেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আদালত জানিয়েছে, অশালীন কোন ভিডিও দেখাতে পারবে না টিকটক। আর তা করা হলে সংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে। গত মাসের ৩ তারিখ মাদ্রাসায় কোর্ট কেন্দ্রীয় সরকারকে টিকটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। কয়েকদিনের মধ্যেই তা কার্যকর হয়ে যায়। ধীরে ধীরে সমস্ত জায়গা থেকেই অ্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়৷ প্লে স্টোরেও অ্যাপটি বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়।

এর আগে আদালত জানায়, অশালীন ভিডিও ছড়িয়ে পড়ছে টিকটকের মাধ্যমে। তাই এই ভিডিও অ্যাপ নিষিদ্ধ হওয়া দরকার। মাদ্রাজ হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। কিন্তু তা খারিজ হয়ে যায়৷ এরপর আবার মাদ্রাস হাইকোর্টেই শুনানি হয়৷ মামলার শুনানিতে একাধিক শর্ত চাপিয়ে অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *