নয়াদিল্লি: আজ সাধারণতন্ত্র দিবসের দিন রাজধানীর রাস্তার নেতাজি ট্যাবলো দেখা যাবে কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বাংলার নেতাজি ট্যাবলোর আবেদন খারিজ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন তা করা হয়েছিল সেটাও জানান হয়েছিল। আবার এটা নিয়ে যাতে কেউ নোংরা রাজনীতি না করে তার বার্তাও দেওয়া হয়েছিল। কিন্তু বিতর্ক থামেনি। আদালত পর্যন্ত গড়িয়েছে এই ইস্যু। কিন্তু আজ দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দেখা গেল নেতাজি ট্যাবলো। বিতর্কের আবহে কিছুটা যেন ঠাণ্ডা হাওয়া।
আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসের ইতিহাসের আড়ালে লুকনো রয়েছে বহু অজানা তথ্য, সেগুলি জানেন কি?
কেন্দ্রের তরফে আগেই জানান হয়েছিল যে, তাঁদের তরফেই নেতাজির ট্যাবলো প্রদর্শিত হবে রাজপথে। দিল্লির রাজপথ ও রেড রোডে দেখা গেল নেতাজির ট্যাবলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে এইবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন থেকেই প্রজাতন্ত্র দিবসের উজ্জাপন শুরু হবে। তাইই হয়েছে। আবার ২৩ জানুয়ারি দিল্লির ইন্ডিয়া গেটের সামনে নেতাজির হলোগ্রাম মূর্তিও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে এই স্থানেই নেতাজির একটি পাথরের মূর্তি প্রতিষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়। তবে দিল্লির রাজপথে নেতাজি ট্যাবলো থাকবে কিনা তাই নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছিল। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস তীব্র সমালোচনা করে কেন্দ্রের। একের পর এক আক্রমণ করা হয় নমো বাহিনীকে। তবে আজ হয়তো বিতর্ক কিছুটা কমল।
বাংলার যে ট্যাবলো বাতিল হয়েছিল তা আজ রেড রোডে প্রদর্শিত হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে মূল অনুষ্ঠানস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে একাধিক ব্যাপারে কাটছাঁট করা হলেও নিয়ম মেনেই আজকের অনুষ্ঠান করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই।