নয়াদিল্লি: চলতি বছর ২৩ জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মোমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়েছিল নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী৷ ওই অনুষ্ঠানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ব্যবহৃত টুপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন তাঁর পরিবারের সদস্য চন্দ্র কুমার বসু৷ প্রদর্শিত হয়েছিল তাঁর ব্যবহৃত আরও কিছু সামগ্রী৷ কিন্তু অভিযোগ উঠেছে, নেতাজির ব্যবহার করে সেই সকল সামগ্রী নাকি খোয়া গিয়েছে৷ এর পরেই নড়ে চড়ে বসে কেন্দ্র৷ এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ভ্রান্ত বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক৷
আরও পড়ুন- উস্কানিমূলক মন্তব্যের জের, ফের জেরার মুখে ‘জাত গোখরো’ মিঠুন
রবিবার রাতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়৷ বলা হয়, ২৩ জানুয়ারি নেতাজির ব্যবহৃত সামগ্রী প্রদর্শিত হওয়ার পর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং লালকেল্লা মিউজিয়ামের মধ্যে একটি চুক্তি হয়৷ এর ভিত্তিতে এই সকল সামগ্রী ভিক্টোরিয়ায় রাখার বন্দোবস্ত করা হয়৷ চুক্তি হয় ৬ মাসের৷ বলা হয়, পরে এই চুক্তির মেয়াদ ১ বছর বাড়ানো যেতে পারে৷ এটি একটি সাধারণ প্রক্রিয়া বলেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে৷ ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর হাতে নেতাজির ব্যবহৃত টুপি তুলে দিয়ে সেগুলি যথাযথ স্থানে রাখার আর্জি জানিয়েছিলেন চন্দ্র কুমার বসু৷ এই সকল সামগ্রী লালকেল্লা মিউজিয়াম থেকে যাতে সরানো না হয়, সে বিষয়েও অনুরোধ করা হয়৷ কিন্তু চন্দ্র বসুর টুইটের পরেই হইচই শুরু হয়৷ কেন্দ্রীয় সরকার নড়েচড়ে বসে ও খোঁজ খবর শুরু করে দেয়৷
#NetajisCapMissing Bose family had handed over #Netaji‘s historic cap to Hon’ble PM-Shri @narendramodi ji to be kept at #RedFort Museum ¬ to be shifted around.Request Narendra Modiji to instruct placing cap in its original place. @prahladspatel @ProfKapilKumar @GeneralBakshi pic.twitter.com/BmSRpkb6kE
— Chandra Kumar Bose (@Chandrakbose) June 27, 2021
আরও পড়ুন- এবার জনতার জন্য খুলছে ‘দিদির বাজার’!
এর পরেই জানা যায়, নেতাজির টুপি ও সামগ্রী খোয়া যায়নি৷ রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে৷ মৌ চুক্তির মাধ্যমে লালকেল্লা থেকে দিল্লি থেকে ভিক্টোরিয়ায় এই সকল সামগ্রী পাঠিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷ এমনটা আকছাড় হয়ে থাকে৷ সাধারণত ছয় মাসের জন্য এই চুক্তি করা হয়৷ পরে চুক্তির মেয়াদ বাড়ানোও সম্ভব৷