ভারতের ৩টি ভূখণ্ড দখল নিল ‘বন্ধু’ নেপাল, নতুন মানচিত্র বিল পাস সংসদে

ভারতের ৩টি ভূখণ্ড দখল নিল ‘বন্ধু’ নেপাল, নতুন মানচিত্র বিল পাস সংসদে

কাঠমান্ডুত: লাদাখ সীমান্ত উত্তেজনা দমিয়ে দফায় দফায় চলছে কূটনৈতিক বৈঠক৷ ভারত-চিনের ঠান্ডা লড়াইয়ের আবহে নিজের অবস্থান যখন কিছুটা বদল এনেছে দু’দেশ, ঠিক তখন কার্যত চিনের পাশে দাঁড়িয়ে ভারতে চাপে ফেলার নয়া কৌশল নিল নেপাল৷ ভারতের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে ভারতীয় ভূখণ্ডের লিমপিয়াধুর, লিপুলেখ ও কালাপানিকে যুক্ত করে নতুন মানচিত্রে সরকারি অনুমোদন দিল নেপাল প্রশাসন৷ নেপাল সংসদে পাস সংবিধান সংশোধনী বিল সংসদ৷

করোনা পরিস্থিতি নিয়ে কাঠমান্ডুতে চলছে বিক্ষোভ, ঠিক তখন ভারতের তিনটি ভূখণ্ড দখল নিয়ে নতুন মানচিত্রে সরকারি অনুমোদন দিন নেপাল প্রশাসন৷ সংবিধান সংশোধনী বিল সংসদের নিম্বকক্ষে পাস করিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি৷ আর যার প্রভাবে ভারত-নেপাল সীমান্ত নিয়ে নতুন বিবাদ তৈরি হতে চলেছে৷ সংসদে বিল পাস করিয়ে এবার দেশের ম্যাপ বদল করে ভারতের তিনটি অংশ নিজেদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে নেপাল৷ সংবিধান সংশোধনী বিল পাস করিয়ে নেপালের তরফে দাবি করা হয়েছে, এখন থেকে ভারতের দখলে থাকা লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা অঞ্চল তাদের৷ খাতায় কলমে নেপালের অংশ করার বিষয়ে নেপাস সংসদে এই মর্মে বিল পাস করানো হয়েছে৷

গত দু’সপ্তাহ আগে ভারতের ৩টি এলাকাকে নিজের অংশ হিসাবে দাবি করতে চেয়ে দেশের নতুন মানচিত্র প্রকাশ করার বিষয়ে সরকারি ভাবে উদ্যোগ দেয় নেপাল সরকার৷ নতুন মানচিত্রে নেপালের সংসদে সংবিধান সংশোধনী বিল ইতিমধ্যেই পাস হয়ে গিয়েছে৷ তাতে সর্বসম্মত মিলছে৷ বিলের সমর্থন করেছে প্রধান বিরোধীদল নেপাল কংগ্রেস৷

জানা গিয়েছে, লিম্পিয়াধুরা, কপালপাণি ও লিপুলেখ, এই ৩টি এলাকা নেপাল নিজের বলে দাবি করে বিল পাস করিয়েছে৷ যা এতদিন ভারতের অঙ্গরাজ্য উত্তরাখণ্ডের অংশ হিসাবে চিহ্নিত৷ কিন্তু, কেন এই পদক্ষেপ? সম্প্রতি লিপুলেখ অঞ্চলে ভারত ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷ এরপর নেপাল আপত্তি তোলে৷ পাল্টা ভারত প্রতিবাদ জানায়৷ ঐতিহাসিকভাবে ওই এলাকাটি ভারতের অন্তর্গত৷ কিন্তু, মানতে নারাজ নেপাল৷ নেপালের হঠাৎ আপত্তি দেখে ভারত বাড়তি সতর্কতা নিতে শুরু করেছে বলে খবর৷ গোটা ঘটনায় চিনের ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *