ফের বাগরা নেপালের, বড় বিপর্যয়ের মুখে বিহার-উত্তরপ্রদেশ

ফের বাগরা নেপালের, বড় বিপর্যয়ের মুখে বিহার-উত্তরপ্রদেশ

নয়াদিল্লি: ফের ভারতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠল ‘বন্ধু’ নেপালের বিরুদ্ধে৷ ভারতের তিনটি ভূখণ্ড নতুন মানচিত্রে অন্তর্ভুক্ত করার পর এবার বিহার সরকারের পদক্ষেপে বাধা দিল নেপাল প্রশাসন৷ নেপালের তীব্র বিরোধীতায় এবার বিপর্যয়ের মুখে গোটা প্রতিবেশী বিহার৷ প্রবল বন্যার আশঙ্কায় দিনগুনছে নীতীশ রাজ্য৷ যোগীর রাজ্যের বাড়ছে আশঙ্কা৷

অভিযোগ, বন্যা প্রতিরোধের জন্য বিহার প্রশাসনের পদক্ষেপকে বিরোধিতা করে গণ্ডক নদীর অববাহিকায় পাঁচিল তুলে দিয়েছে কাঠমান্ডু প্রশাসন৷ ফলে বিহারের নিম্ন অববাহিকায় বন্যা রুখতে কোনরকম পদক্ষেপ নেওয়া যাচ্ছে না৷ নেপাল সরকারের অবস্থানের জেরে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বিহারে৷

ইতিমধ্যেই গণ্ডক ব্যারেজ নিয়ে দুই দেশের মধ্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে৷ বাল্মিকীনগরে গণ্ডক ব্যারেজে ৩৬টি গেট রয়েছে৷ তার মধ্যে ১৮টি গেট রয়েছে নেপালের দিকে৷ অভিযোগ, ব্যারেজ চত্বরে  পাঁচিল দিয়েছে কাঠমান্ডু৷ পাঁচিল দেওয়ার পাশাপাশি ওই ব্যারেজ থেকে আচমকা ৩ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে৷ অবিলম্বে পদক্ষেপ না নিলে বিহারে নিচু এলাকা বানভাসী হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ আর এতেই চরম বিপদের মুখে পড়েছে বিহারের প্রশাসন৷ এমনিতেই উত্তরপ্রদেশের টানা দু’তিন দিন বৃষ্টি হলে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়৷ বাল্মিকী ব্যারেজ থেকে জল ছাড়া হলে গণ্ডক নদীতে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হসে বিহারের পাশাপাশি উত্তরপ্রদেশের বন্যা সৃষ্টি আশঙ্কা তৈরি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =