এবার মূল্যায়ন হবে শিক্ষকদের! নয়া শিক্ষানীতিতে বদলে যাচ্ছে টিচার এডুকেশন

এবার মূল্যায়ন হবে শিক্ষকদের! নয়া শিক্ষানীতিতে বদলে যাচ্ছে টিচার এডুকেশন

নয়াদিল্লি:  ৩৪ বছর পর দেশে বদল ঘটল শিক্ষানীতির৷ বুধবার নতুন জাতীয় শিক্ষানীতিতে সবুজ সঙ্কেত দিল মন্ত্রিসভা।  নয়া শিক্ষানীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্স ফর টিচার্স বা জাতীয় পেশাদার মানদণ্ডের (এনপিএসটি) একটি গাইডলাইন তৈরি করা৷ ২০২২ সালের মধ্যে এই গাইডলাইন তৈরি করবে ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এনসিটিই)৷ নয়া নীতিতে আরও বলা হয়েছে, জেনারেল কাউন্সিলের অধীনে এনসিটিই একটি প্রফেশনাল স্ট্যান্ডার্ড সেটিং বডি (পিএসএসবি) তৈরি করবে৷ 

আরও পড়ুন- ইংরাজি তুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা শিক্ষাদান, বাম-পথে কেন্দ্রের শিক্ষানীতি

পাশাপাশি বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে ধীরে ধীরে টিচার এডুকেশনকে মাল্টিডিসিপ্লিনারি কলেজ  এবং বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে৷ ২০৩০ সালের মধ্যে একজন শিক্ষকের ন্যূনতম যোগ্যতা হতে হবে বি.এড সমন্বিত চার বছরের ডিগ্রি৷ যাঁরা অন্যান্য স্পেশালাইজড বিষয়ে স্নাতক ডিগ্রি করেছেন, কেবলমাত্র তাঁদেরই ২ বছরের বি.এড কোর্স করার সুযোগ দেওয়া হবে৷ যাঁরা চার বছরের মাল্টিডিসিপ্লিনারি বেচেলর ডিগ্রি করেছেন বা মাস্টার ডিগ্রি করেছেন এবং ওই বিষয়েরই শিক্ষক হতে চান, তাঁরা ১ বছরের বি.এড ডিগ্রি করার সুযোগ পাবেন৷ ওডিএল স্বীকৃতি প্রাপ্ত মাল্টিডিসিপ্লিনারি  উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি পরবর্তী সময়ে উচ্চমানের বি.এড করার সুযোগও নিয়ে আসতে পারে৷ 

আরও পড়ুন- উচ্চশিক্ষার মাঝে নেওয়া যাবে দীর্ঘ বিরতি, লাটে মাধ্যমিক, এম ফিল! নয়া শিক্ষানীতি কেন্দ্রের

সময়ের সঙ্গে তাল মিলিয়ে বি.এড-এ থাকবে সাম্প্রতিক শিক্ষিবিজ্ঞানের কৌশল, বুনিয়াদি সাক্ষরতা এবং সংখ্যার বিষয়ে শিক্ষাদান, বহু স্তরে শিক্ষা এবং মূল্যায়ন, প্রতিবন্ধী শিশুদের পড়ানো, বিশেষ আগ্রহ দিয়ে বাচ্চাদের পড়ানো, শিক্ষাগত প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষা কেন্দ্রিক এবং সহযোগী শিক্ষা৷     

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষায় আমূল বদল, কমছে দশমের গুরুত্ব, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

এছাড়া BITE, DIET-তে বিশেষ সংক্ষিপ্ত নেটিভ ট্রেনার প্রশিক্ষণপ্রাপ্ত হলে কলেজ বা কলেজের কমপ্লেক্সগুলিতে 'মাস্টার ইন্সট্রাক্টর' হিসাবে যোগ দেওয়া যেতে পারে। উদাহরণ স্বরূপ, নেটিভ আর্ট ওয়ার্ক, সঙ্গীত, কৃষি, উদ্যোগ, ক্রীড়া ক্রিয়াকলাপ, কাঠের কাজ এবং বিভিন্ন বৃত্তিমূলক কারুকাজের ক্ষেত্রে এগুলি প্রযোজ্য। কম সময়ের বি.এড সার্টিফিকেশন প্রোগ্রামগুলি বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকদেরা যদি একস্ট্রা স্পেশ্যাল এরিয়ায় স্থানান্তর করতে চান এমন শিক্ষকদের কাছেও বিস্তৃতভাবে তৈরি করা যেতে পারে। ২০২১ সালের মধ্যে শিক্ষকদের জন্য একটি নতুন এবং সম্পূর্ণ জাতীয় পাঠ্যক্রম কাঠামো তৈরি করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eleven =