নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুতে জহরলাল নেহেরুকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক মন্তব্য করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জহরলাল নেহেরুকে অপরাধী বলে মন্তব্য করতে ছাড়েননি তিনি৷ তাঁর দাবি, জহরলাল নেহেরুর সিদ্ধান্তহীনতার কারণে পাকিস্তান কাশ্মীরের এক-তৃতীয়াংশ দখল করে নিয়েছে৷ আরও কিছুদিন যুদ্ধ চালিয়ে গেলে খুব সম্ভবত গোটা কাশ্মীরটাই ভারতের দখলে চলে আসতো বলেও দাবি জানিয়েছেন চৌহান৷
সংবাদ সংস্থাকে খোলাখুলি তিনি জানিয়েছেন, ‘‘জহরলাল নেহেরু একজন অপরাধী৷ ভারতীয় সেনাবাহিনী যখন পাক অনুপ্রবেশকারীদের কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা কাজ শুরু করেছিল, ঠিক তখনই তিনি সংঘর্ষ বিরতি ঘোষণা করেন৷ আর তার জেরেই কাশ্মীরের এক তৃতীয়াংশ পাকিস্তান দখল করে নিয়েছে পাকিস্তান৷ আরও কয়েক দিন পর যদি সংঘর্ষ বিরতি ঘোষণা করা হত, তাহলে পুরো কাশ্মীরি আমাদের হয়ে যেত৷
একই সঙ্গে নেহেরুকে বিঁধে তাঁর আরও মন্তব্য, ৩৭০ ধারা জারি করে একই দেশে দুই পতাকা, একই দেশে দুই আইন চালু করতে সম্মতি জানিয়েছিলেন জহরলাল নেহেরু। নেহেরুর কারণেই আজ কাশ্মীরে এই অবস্থা বলেও দাবি করেন তিনি৷