নয়াদিল্লি: চলতি বছর অলিম্পিকে দেশকে একমাত্র সোনা এনে দিয়েছেন তিনি। দীর্ঘ ১২১ বছরের অপেক্ষার অন্ত ঘটিয়েছেন তিনি। আজ দেশের সোনার স্বপ্ন সার্থক করে দেশে ফিরলেন তিনি। উচ্ছ্বাসে ভাসল দেশ। তিনি টোকিও অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া। আজ বিকেলে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে প্রচুর মানুষের ভিড় জমে যায়।
তবে এদিন শুধু নীরজ ফিরলেন না, একই সঙ্গে ফিরেছেন ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল, ব্রোঞ্জজয়ী বক্সার লভলিনা বড়গোহাঁই এবং ব্রোঞ্জজয়ী কুস্তিগির বজরং পুনিয়া। সকলেই দারুণ অভ্যর্থনা পান দিল্লিতে অবতরণ করার পর। তবে সোনা জয়ী নীরজকে নিয়ে হয়তো সকলের একটু বেশিই উচ্ছ্বাসা ছিল। তিনি বাইরে বেরতেই সকলে ‘নীরজ’, ‘নীরজ’ চিৎকার করতে থাকে। উল্লেখ্য, প্রথম ভারতীয় হিসেবে এই অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে (জ্যাভলিন থ্রো) পদক জেতেন নীরজ চোপড়া। টোকিয়োর ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম থ্রোয়েই ছোড়েন ৮৭.০৫ মিটার। দ্বিতীয় বার ছোড়েন ৮৭.৫৮ মিটার! সেই দূরত্ব আর কেউ টপকাতে পারেনি।
That’s the great Grand entry of #India‘s first track & field #Olympics Champion #NeerajChopra
Welcome home son of #India
What crazy scenes here at IGI airport pic.twitter.com/B3jR3FL54p
— Athletics Federation of India (@afiindia) August 9, 2021