৮টি আসন জিতে রাজ্যসভায় আরও শক্তিশালী বিজেপি

৮টি আসন জিতে রাজ্যসভায় আরও শক্তিশালী বিজেপি

নয়াদিল্লি: রাজ্যসভায় ক্রমেই সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)৷ শুক্রবার রাজ্যসভার ১৯টি আসনে ভোট হয়৷ এর মধ্যে  ৮টি আসন ঝুলিতে পুরেছে গেরুয়া শিবির৷ এছাড়াও পাঁচটি প্রতিদ্বন্দ্বীহীন আসনের মধ্যেও তিনটি আসনে জয়ী এনডিএ৷ 

কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং উত্তরপূর্বে বিজেপি তাদের কর্তৃত্ব বজায় রেখেছে৷  মধ্যপ্রদেশের তিনটি আসনের দু’টিতে জিতেছেন বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সুমের সিংহ সোলাঙ্কি। কংগ্রেসের জয়ী প্রার্থী দিগ্বিজয় সিং।  গুজরাতে একটি আসনে জিতেছে কংগ্রেস। কর্তৃত্ব বজায় রেখে মোদীর রাজ্যে বিজেপি জিতেছে তিনটি আসনে৷ মধ্যপ্রদেশে রাজ্যসভার দুটি আসনে জয়লাভ করে বিজেপি। কংগ্রেস জিতেছে একটি আসন।

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশে চারটি আসনেই জয়ী ওয়াইএসআর কংগ্রেস৷ বিজেপিকেই সমর্থন করে এই রাজনৈতিক দল৷  রাজস্থানে রাজ্যসভার তিনটি আসনের মধ্যে দুটি আসন দখল করেছে কংগ্রেস৷ জয়ী হয়েছেন কেসি বেণুগোপাল এবং নীরজ ডাঙ্গি৷ একটি আসনে জিতেছেন বিজেপি প্রার্থী  রাজেন্দ্র গেহলত৷    

ঝাড়খণ্ডের দু’টি আসনের মধ্যে একটিতে জিতেছেন জেএমএমের শিবু সোরেন, অন্যটিতে বিজেপি। এখানে কংগ্রেস প্রার্থী পরাস্ত হয়েছেন। মেঘালয় ও মিজোরামে জিতেছে এনডিএ-র দুই শরিক, যথাক্রমে এনপিপি ও মিজো ন্যাশনাল ফ্রন্ট। মণিপুরে বিজেপির সরকার পতনের পরিস্থিতি তৈরি হলেও রাজ্যসভা আসনটি জিতেছেন বিজেপির প্রার্থী মহারাজা সানাজাওবা। সব মিলিয়ে আজ এনডিএ-র ঝুলিতে ১১টি আসন, ইউপিএ-র ৪টি। আজ বিজেপি আটটি আসনে জেতায় তাদের সাংসদ সংখ্যা হল ৮৩। এনডিএ-র মোট শক্তি হল ১১৩। শুক্রবার আট রাজ্যে ১৯টি রাজ্যসভা আসনে ভোট হয়৷ পিপিই পরেই ভোট দিতে আসেন মধ্যপ্রদেশ ও রাজস্থানের দুই বিধায়ক৷ গত ২৬ মার্চ ভোট হওয়ার কথা ছিল৷ করোনা প্যান্ডেমিকের জেরে তা পিছিয়ে যায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + six =