আজ সাংসদদের নিয়ে বৈঠক বসছে এনডিএ শিবির

নয়াদিল্লি: এনডিএর সদ্য নির্বাচিত সাংসদরা শনিবার নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। দিল্লিতে তাঁদের সবাইকে ডাকা হয়েছে বৈঠকে। সংসদের সেন্ট্রাল হলে হবে এই বৈঠক। তার আগে বিজেপির সাংসদদের বৈঠকে ভাষণ দেবেন মোদি। এরপরই শুরু হয়ে যাবে সরকার গঠনের প্রক্রিয়া। মন্ত্রিসভা নিয়েও কথা হবে এদিনই। পশ্চিমবঙ্গ থেকে তিনজন মন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। অসুস্থতার জন্য সুষমা

আজ সাংসদদের নিয়ে বৈঠক বসছে এনডিএ শিবির

নয়াদিল্লি: এনডিএর সদ্য নির্বাচিত সাংসদরা শনিবার নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। দিল্লিতে তাঁদের সবাইকে ডাকা হয়েছে বৈঠকে। সংসদের সেন্ট্রাল হলে হবে এই বৈঠক। তার আগে বিজেপির সাংসদদের বৈঠকে ভাষণ দেবেন মোদি।

এরপরই শুরু হয়ে যাবে সরকার গঠনের প্রক্রিয়া। মন্ত্রিসভা নিয়েও কথা হবে এদিনই। পশ্চিমবঙ্গ থেকে তিনজন মন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। অসুস্থতার জন্য সুষমা স্বরাজ আর অরুণ জেটলিকে মন্ত্রিসভায় রাখা হবে কিনা, ঠিক হবে তাও। নির্মসা সীতারামন ও স্মৃতি ইরানি এবার আরও বড় মন্ত্রিত্ব পাবেন বলে মনে করা হচ্ছে। থাকতে পারেন রাজনাথ সিং, নীতিন গদকরি, রবিশঙ্কর প্রসাদ, পীয়ূষ গোয়েল, প্রকাশ জাভরেকররা। জানা গিয়েছে, ২৮ মে মোদি যাচ্ছেন তাঁর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে। শপথগ্রহণ সম্ভবত ৩০ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =