অক্সিজেনের বদলে যুবতীকে যৌন সম্পর্কের প্রস্তাব, অবশেষে মুখ খুলল মহিলা কমিশন

অক্সিজেনের বদলে যুবতীকে যৌন সম্পর্কের প্রস্তাব, অবশেষে মুখ খুলল মহিলা কমিশন

নয়াদিল্লি: বাবার জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করার বদলে এক যুবতীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার ঘটনার ৮ দিন পর উদ্বেগ প্রকাশ করল জাতীয় মহিলা কমিশন৷

দেশজুড়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যখন সকলকে সকলের পাশে দাঁড়ানো উচিত, তখন এই মুহূর্তে করোনা রোগীর জন্য প্রতি প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডারের বদলে তাঁর সঙ্গে শোয়ার প্রস্তাবে মহিলাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত জাতীয় মহিলা কমিশন৷ এই প্রসঙ্গে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা দিল্লি পুলিশকে একটি চিঠি লিখেছেন৷ চিঠিতে এই ঘটনায় দিল্লি পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি৷ পাশাপাশি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করতে বলেছেন৷ এমনকি পুলিশ যাতে গড়িমসি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে এবং তদন্তের গতিপ্রকৃতি জাতীয় মহিলা কমিশনকে চিঠি লিখে জানানোর কথাও বলা হয়েছে৷

উল্লেখ্য, দিন কয়েক আগে একজন তাঁর টুইটার অ্যাকাউন্টে লেখেন, তাঁর বন্ধুর বোনের সঙ্গে একটি জঘন্য ঘটনা ঘটেছে। সেই যুবতীর বাবা করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে ভুগছেন। এমন পরিস্থিতিতে সেই যুবতী অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করার জন্য একজন প্রতিবেশীর কাছে অনুরোধ করেছিলেন। সেই প্রতিবেশী অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে দেওয়ার বদলে তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন৷ পরে অবশ্য অভিযুক্ত অভিযোগ অস্বীকার করতে পারেন, এমন সম্ভাবনার কথাও লিখেছেন ওই টুইটার ইউজার। টুইটারে এই পোস্ট দেখার পর অনেকেই সেই ব্যক্তির নাম জানতে চান। যিনি পোস্ট করেছেন তিনিও লেখেন, এই ধরনের অমানুষদের কী শাস্তি হওয়া উচিত!

 

টুইটারে এই পোস্টটি দেখে অনেকেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন অবিলম্বে পুলিশের কাছে অভিযোগ জানানো উচিত। কেউ আবার লিখেছেন, দেশের অগুণতি মেয়েদের রোজ এমন অভিজ্ঞতা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 12 =