শিশু আত্মহত্যায় শীর্ষে মধ্যপ্রদেশ! পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে

শিশু আত্মহত্যায় শীর্ষে মধ্যপ্রদেশ! পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে

কলকাতা: মানসিক শান্তি নিয়ে খুব একটা বেশি আলোচনা করা হয় না। কিন্তু অবসাদ যে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে শিশুদেরকেও ব্যাপকভাবে গ্রাস করতে পারে তা এখন হয়তো আলাদা করে বলার দরকার পড়ে না। আর সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট পেশ করেছে, তাতে সত্যি সত্যি শিশুদের মানসিক অবসাদ নিয়ে আলোচনা শুরু করার সময়ে জোরকদমে এসে গিয়েছে বলেই মনে হচ্ছে। কারণ শিশু আত্মহত্যার পরিসংখ্যান অনুযায়ী শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। এদিকে পশ্চিমবঙ্গ যে অনেক পিছিয়ে তা নয়।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, সবথেকে বেশি সংখ্যক শিশু আত্মহত্যার সংখ্যা মধ্যপ্রদেশে। সেখানে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত আত্মহত্যা করেছে ৩ হাজার ১১৫ জন শিশু। এর পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে এই তিন বছরে আত্মহত্যা করেছে ২ হাজার ৮০২ জন শিশু। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ২০১৯ সালের যে পরিসংখ্যান তাতে দেখা গিয়েছে ২৪ হাজার ৫৬৮ জন শিশু আত্মহত্যা করেছে, যাদের মধ্যে ১৩ হাজার ৩২৫ জন মেয়ে। এই রিপোর্ট আরও বলছে, মোট আত্মহত্যার মধ্যে ৪ হাজার ৪৬ জনের ক্ষেত্রে কারণ ছিল পরীক্ষায় পাশ করতে না পারা। অল্প বয়সে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করায় আত্মঘাতী হয়েছে ৪১১ জন মেয়ে। এই কারণে মোট আত্মহত্যাকারী ৬৩৯ জন। 

আরও পড়ুন- পরিমণীর বাড়ি থেকে উদ্ধার বিদেশি মদ ও মাদক, ব়্যাবের আভিযানে আটক অভিনেত্রী

এছাড়াও আরও অনেক কারণ সামনে উঠে এসেছে। এদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য শারীরিক নিগ্রহ। তারপরে নেশায় বুঁদ হয়ে যাওয়া, পারিবারিক অশান্তি, প্রিয়জনের শোকের মত কারণে শিশুদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে বলে মনে করা হচ্ছে। মনোবিদদের মতে, শিশুদের আরও বেশি করে সময় দিতে হবে অভিভাবকদের। তাদের সঙ্গে কথা বলে সমস্যা বোঝার চেষ্টা করতে হবে। দরকারে কিছুটা বাড়তি সময় দিতে হবে শিশুকে পুরোপুরি সাবলীল হওয়ার জন্য। নাহলে এই পরিসংখ্যান আরও মারাত্মক রূপ নেবে বলেই আশঙ্কা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *