চণ্ডীগড়: পঞ্জাব কংগ্রেসে নাটকীয় পরিবর্তন৷ একের পর এক চমকে টানটান উত্তেজনা৷ কিছু দিন আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ এবার প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তাফা দিলেন নভজ্যোত সিং সিধু৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি৷
আরও পড়ুন- অফিস থেকে এসিও খুলে নিলেন কানহাইয়া! সিপিআই’কে ‘আলবিদা’
তবে সোনিয়া গান্ধীর কাছে পাঠানো চিঠিতে সিধু স্পষ্ট জানিয়েছেন, সভাপতির পদ ছাড়লেও তিনি কংগ্রেসেই আছেন৷ পঞ্জাবের উন্নয়নের সঙ্গে কোনও সমঝোতা করতে পারবেন না তিনি৷ এদিকে, আজ সকালেই পঞ্জাবের নতুন মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছিল৷ এর কিছুক্ষণের মধ্যেই আসে ধাক্কা৷ ইস্তফা দিলেন সিধু৷ মনে করা হচ্ছে, ক্যাপ্টেন ইস্তফা দেওয়ার পর তাঁকে মুখ্যমন্ত্রী না করায় অসন্তুষ্ট হয়েই এমনটা করেছেন সিধু৷
এদিন সোনিয়া গান্ধীকে পাঠানো চিঠিতে সিধু লিখেছেন, ‘‘আপোস করার মতো পরিস্থিতি তৈরি হলে একজন পুরুষের চরিত্র ভঙ্গুর হয়ে পড়ে। আমি পঞ্জাবের ভবিষ্যত ও কল্যাণমূলক কর্মসূচির সঙ্গে কোনও দিনই আপোস করতে পারব না। সে কারণেই পঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদ থেকে আমি ইস্তফা দিলাম। তবে কংগ্রেসে থেকেই সেবা করার কাজ চালিয়ে যাব।’’
আরও পড়ুন- বিজেপিতে যাচ্ছেন ক্যাপ্টেন? দিল্লি সফরে জল্পনা তুঙ্গে
প্রসঙ্গত, গত ১৮ জুলাই পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নিযুক্ত করা হয়েছিল সিধুকে৷ মাত্র তিন মাসের মধ্যেই সেই তাল কাটল৷ পদত্যাগ করলেন তিনি। যা নিয়ে জল্পনা মাথাচাড়া দিয়েছে। এদিকে সিধুর পদত্যাগের পরেই টুইটে খোঁচা দেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ তিনি লেখেন, ‘‘ আমি আগেই বলেছিলাম, সিধুর উপর ভরসা করা উচিত নয়৷’’