বিপিন রাওয়াতের মৃত্যুতে বাকরুদ্ধ দেশ! শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর, একতার বার্তা রাহুলের

বিপিন রাওয়াতের মৃত্যুতে বাকরুদ্ধ দেশ! শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর, একতার বার্তা রাহুলের

নয়াদিল্লি: তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১৩ জন। আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার ভেঙে পড়ে যার ভেতরে ছিলেন এনারা সকলেই। সিডিএস রাওয়াতের এই আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ গোটা দেশ। বহু যুদ্ধের নায়ক সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ আরো অনেকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, “তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা হারালাম জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং অন্যান্য সেনা আধিকারিকদের। এই ঘটনায় আমি শোকস্তব্ধ। তাঁরা নিজেদের সবটুকু দিয়ে দেশের সেবা করেছেন। তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা।” প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল রাওয়াত ভারতের প্রতিরক্ষা বাহিনীর উন্নতিকরণে বিরাট কাজ করেছেন। ভারত কোনও দিন তাঁর এই অবদান ভুলবে না।”

প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিপিন রাওয়াতের মৃত্যুতে গভীর শোকাহত। তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, “জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ বাকি বীর সন্তানের মৃত্যুতে তিনি প্রচণ্ড স্তম্ভিত এবং শোকাহত। চার দশক ধরে নিঃস্বার্থ ভাবে দেশের হয়ে কাজ করে গিয়েছেন বিপিন রাওয়াত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা থাকলো।”

এর পাশাপাশি দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজে দুর্ঘটনার খবর জানার পর বিপিন রাওয়াতের বাড়িতে যান তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে। পরে মৃত্যুর খবর আসার পরে তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “প্রচন্ড শোকাহত সিডিএস বিপিন রাওয়াতের এই আকস্মিক মৃত্যুতে। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিপিন রাওয়াতের মৃত্যু দেশের সেনাবাহিনীর জন্য বিরাট বড় ক্ষতি।” তিনি আরো বলেন, “জেনারেল রাওয়াত দেশের সেবা করেছেন প্রচন্ড সাহস এবং বুদ্ধিমত্তার সঙ্গে। দেশের প্রথম সিডিএস হয়ে তিনি সেনাবাহিনীর তিন ক্ষেত্রকে আরো বেশি শক্তিশালী করতে পেরেছেন।”

এদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লিখছেন, জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর মৃত্যুর খবরে তিনি গভীর শোকাহত এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছেন। এটা একটা বিরাট বড় ধাক্কা এবং এই কঠিন সময়ে পরিবারের সকল সদস্যের পাশে রয়েছেন তিনি। পাশাপাশি ভারতবাসীও এক হয়ে পাশে দাঁড়াচ্ছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 15 =