নিয়াদিল্লি: গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসে ‘দেশভক্ত ছিলেন, দেশভক্ত আছেন, থাকবেন৷’ বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী প্রজ্ঞা সিং ঠাকুর৷ দক্ষিণি সুপারস্টার তথা রাজনীতিবিদ কমল হাসানের ‘হিন্দু সন্ত্রাস’ প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি৷
২০০৮ মালেগাঁও বিস্ফোরণে মূল অভিযুক্ত এই বিজেপি নেত্রী বলেন, ‘‘নাথুরাম গডসে ছিলেন একজন দেশভক্ত, তিনি একজন দেশভক্ত আছে, এবং দেশভক্ত থাকবেন। যাঁরা তাঁকে সন্ত্রাসবাদী বলছেন, তাঁদের জবাব দেওয়া হবে৷’’ মল হাসানের ‘হিন্দু সন্ত্রাস’ প্রসঙ্গে বিজেপির মুখপত্র জেভিএল নরসিমা রাও বলেন, “এই ধরণের মন্তব্যকে সমর্থন করে না বিজেপি, আমরা এর নিন্দা করছি। দল তাঁর কাছে ব্যাখা চাইবে, এই মন্তব্যের জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে৷’’
মালেগাঁও বিস্ফোরণে মূল অভিযুক্ত হিসাবে উঠে আসে প্রজ্ঞা ঠাকুরের নাম। সেই ঘটনায় ১০০ জন আহত হন ও মৃত্যু হয় ৬ জনের। সেই সময় বিষয়টিকে হিন্দু সন্ত্রাস বলত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার৷