Aajbikel

‘গডসে ভারতের সুপুত্র’,‘বাবর, ঔরঙ্গজেবদের মতো হানাদার নন’,কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে শোরগোল

 | 
নাথুরাম গডসে

নয়াদিল্লি: জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন নাথুরাম গডসে৷ সেই গডসের মূর্তি বসিয়ে কার্যত ‘মন্দির’ তৈরি করেছিল হিন্দু মহাসভা৷ সাধ্বী প্রজ্ঞার মতো বিজেপি সাংসদ গান্ধী হত্যাকারীকে ‘দেশভক্ত’ বলে মন্তব্য করেছিলেন৷ এবার সেই তালিকায় জুড়ল কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর নাম৷ গডসেকে ‘ভারতের সুপুত্র’ বলে অভিহিত করলেন তিনি। সম্প্রতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস তোপ দেগে বলেছিলেন, আচমকাই কয়েকটি জেলায় ঔরঙ্গজেবের সন্তান জন্মেছে! সেই বিতর্কে নাথুরাম গডসের প্রসঙ্গ টেনে আনেন আসাদউদ্দিন ওয়েইসি। তাঁকে একহাত নিয়েই এদিন গডসে সম্পর্কে এমন মন্তব্য করলেন বর্ষীয়ান বিজেপি নেতা গিরিরাজ।

দু’দিনের সফরে ছত্তিশগড়ে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ দান্তেওয়াড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গডসের বিষয়টি তুলে আনেন তিনি৷। গিরিরাজ বলেন, ‘‘যাঁরা নিজেদের বাবর ও ঔরঙ্গজেবের সন্তান বলেন, তাঁরা কখনই ভারতমাতার সত্যিকারের সন্তান হতে পারে না।’’ এরপরই নাথুরাম গডসেকে ‘ভারতের সুপুত্র’ বলে অভিহিত করেন তিনি। আসলে ওয়েইসি ও ফড়নবিসের বাকযুদ্ধের রেশ ধরেই পালটা জবাব দেন গিরিরাজ৷ তাঁর বক্তব্য, ‘‘যদিও উনি (গডসে) গান্ধী হত্যাকারী, তবুও উনি ভারতের সুপুত্র। উনি ভারতেই জন্মেছিলেন। বাবর ও ঔরঙ্গজেবের মতো হানাদার নন।”

Around The Web

Trending News

You May like