নাশকতার ছক বানচাল, গ্রেপ্তার জইশ-ই-মহম্মদের ২ জঙ্গি, সেনার গুলিতে খতম জঙ্গি

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের সাহারনপুর থেকে ২ সন্দেহভাজন জয়েশ জঙ্গি ধৃত৷ ধৃত দুই জঙ্গির সঙ্গে জইশ-ই-মহম্মদের যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ৷ সংবাদ মাধ্যম সূত্রের খবর, ধৃত দু’জঙ্গি জম্মু-কাশ্মীর থেকে উত্তর প্রদেশে এসেছিল৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের একজনের নাম শাহনাওয়াজ তেলি৷ জম্মু-কাশ্মীরের কুলগামের বাসিন্দা৷ ধৃত অপর সন্ত্রাসবাদীর নাম আকিব আহমদ আলি৷ বাড়ি পুলওয়ামায় বলেই জানা গিয়েছে৷ ধৃতদের থেকে

feb404444c8cb0449e96b0b8b52331aa

নাশকতার ছক বানচাল, গ্রেপ্তার জইশ-ই-মহম্মদের ২ জঙ্গি, সেনার গুলিতে খতম জঙ্গি

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের সাহারনপুর থেকে ২ সন্দেহভাজন জয়েশ জঙ্গি ধৃত৷ ধৃত দুই জঙ্গির সঙ্গে জইশ-ই-মহম্মদের যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ৷ সংবাদ মাধ্যম সূত্রের খবর, ধৃত দু’জঙ্গি জম্মু-কাশ্মীর থেকে উত্তর প্রদেশে এসেছিল৷

পুলিশ জানিয়েছে, ধৃতদের একজনের নাম শাহনাওয়াজ তেলি৷ জম্মু-কাশ্মীরের কুলগামের বাসিন্দা৷ ধৃত অপর সন্ত্রাসবাদীর নাম আকিব আহমদ আলি৷ বাড়ি পুলওয়ামায় বলেই জানা গিয়েছে৷ ধৃতদের থেকে এটিএস দুটি পয়েন্ট ৩২ বোর পিস্তল ও ৩০টি লাইভ কার্তুজ বাজেয়াপ্ত করেছে৷ উত্তর প্রদেশ পুলিশের প্রধান ওপি সিং জানিয়েছেন, ধৃত দুই জঙ্গি জইশ-ই-মহম্মদের দলে নাম লিখিয়েছে৷ ধৃতদের নাশকতার ছক ছিল বলে খবর৷

অন্যদিকে, সেনা ও জঙ্গির মধ্যে গুলি বিনিময়ে ফের অশান্ত হয়ে ওঠে কাশ্মীরের সোপোরের ওয়ারপোরা এলাকা৷  শুক্রবার সকালে প্রায় ঘণ্টা খানেক ধরে চলল গুলি বর্ষণ৷ সেনার গুলিতে খতম হয়েছে এক জঙ্গি৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের জেরে এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ চলছে, সার্চ অপারেশন৷ বৃহস্পতিবার রাত থেকে সোপোরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *