আজ মঙ্গলে প্রাণের খোঁজ দিতে পারে নাসা

নয়াদিল্লি : মঙ্গলে ফের প্রাণের সন্ধান৷ নয়া তথ্য পেল নাসা৷ বৈজ্ঞানিকযান কিউরিসিটি রোভার মঙ্গলের জমিতে ঘুরে বেশ কিছু তথ্য পাঠিয়েছে নাসার বিজ্ঞানীদের কাছে৷ কিউরিসিটির পাঠানো তথ্য বিশ্লেষন করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, মঙ্গলে রয়েছে প্রচুর মিথেন গ্যাস রয়েছে৷ ফলে তাঁদের আশা সেখানে জীবানুর অস্তিত্ব থাকতেই পারে৷ গত সপ্তাহে মঙ্গল থেকে বেশকিছু তথ্য পাঠায় ওই যান৷ সেগুলি

আজ মঙ্গলে প্রাণের খোঁজ দিতে পারে নাসা

নয়াদিল্লি : মঙ্গলে ফের প্রাণের সন্ধান৷ নয়া তথ্য পেল নাসা৷ বৈজ্ঞানিকযান কিউরিসিটি রোভার মঙ্গলের জমিতে ঘুরে বেশ কিছু তথ্য পাঠিয়েছে নাসার বিজ্ঞানীদের কাছে৷ কিউরিসিটির পাঠানো তথ্য বিশ্লেষন করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, মঙ্গলে রয়েছে প্রচুর মিথেন গ্যাস রয়েছে৷ ফলে তাঁদের আশা সেখানে জীবানুর অস্তিত্ব থাকতেই পারে৷

গত সপ্তাহে মঙ্গল থেকে বেশকিছু তথ্য পাঠায় ওই যান৷ সেগুলি পরীক্ষা করেই মিথেন গ্যাসের প্রমাণ পান  বিজ্ঞানীরা৷ ফলে তাঁরা কিউরিসিটিকে ফের সেই স্থান পরীক্ষা করার জন্য বার্তা পাঠায় নাসা৷ এখন অপেক্ষা কিউরিসিটি বিজ্ঞানীদের কৌতুহল কতটা মেটাতে পারে কি না৷ মঙ্গলগ্রহ থেকে আজ আসতে পারে আরও বেশ কিছু তথ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + fifteen =