বীর অভিনন্দনকে নয়া সম্মান মোদির, স্বাক্ষী থাকবে লালকেল্লার

নয়াদিল্লি: বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে এবার তাঁকে বীর চক্র সম্মানে দেওয়ার ঘোষণা৷ পরমবীর চক্র ও মহাবীর চক্রের পর এটি ভারতের তৃতীয় বড় সম্মান৷ স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার উইং কমান্ডারকে এই সম্মানে ভূষিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে এই সম্মান তুলে দেওয়া হতে পারে৷ উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সাহস, দায়িত্ববোধ নিয়ে

বীর অভিনন্দনকে নয়া সম্মান মোদির, স্বাক্ষী থাকবে লালকেল্লার

নয়াদিল্লি:  বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে এবার তাঁকে বীর চক্র সম্মানে দেওয়ার ঘোষণা৷ পরমবীর চক্র ও মহাবীর চক্রের পর এটি ভারতের তৃতীয় বড় সম্মান৷ স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার উইং কমান্ডারকে এই সম্মানে ভূষিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে এই সম্মান তুলে দেওয়া হতে পারে৷

উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সাহস, দায়িত্ববোধ নিয়ে শোরগোল উঠেছে বিশ্বজুড়ে। পাকিস্তানে ডেরায় থেকে তাঁর আবার দেশে ফিরে আসা- অভিনন্দন বর্তমান এখনও দেশের বীর৷ এবার সেই কাহিনিই পড়বে পড়ুয়ারা৷ স্কুলের পাঠ্যপুস্তকের অন্তর্গত হতে চলেছে অভিনন্দনের সাহসী ওই ৫৫ ঘণ্টা৷

গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের যুদ্ধ বিমানকে তাড়া করতে গিয়ে পাকিস্তানে অবতরণ করেন অভিনন্দন বর্তমান। ধরা পড়ার আগে খেয়ে ফেলেন সমস্ত দরকারি নথি, মার খেয়েও মুখ খোলেননি এতটুকু। সেই বীর গাথাই এবার স্কুলের ছাত্রছাত্রীরা পড়বে। তবে কোন শ্রেণিতে পড়ানো হবে অভিনন্দনের কাহিনি, তা এখনও জানানো হয়নি।

অভিনন্দন বর্তমান৷ ২০১৪ সালের ১৯ জুন যুদ্ধবিমানের চালক হিসেবে নিযুক্ত হন অভিনন্দন। সম্প্রতি তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে প্রশিক্ষণ শেষ করেন তিনি। অভিনন্দন বিবাহিত, তাঁর মা পেশায় চিকিৎসক বলেও জানা গিয়েছে। তাঁর বাবা ‘পরম বিশিষ্ট সেবা মেডেল’ সম্মানে ভূষিত। প্রায় ৮ বছর আগে এনডিটিভি-র ‘গুড টাইমস রকি অ্যান্ড ময়ূর শো’-তে দেখা গিয়েছিল অভিনন্দনকে। ভারতীয় বায়ুসেনার বরেলি এয়ারবেসে ওই শোয়ের শ্যুটিং করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 9 =