সোশ্যাল মিডিয়া ছাড়তে চাইছেন নরেন্দ্র মোদী! কেন এমন সিদ্ধান্ত?

সোশ্যাল মিডিয়া ছাড়তে চাইছেন নরেন্দ্র মোদী! কেন এমন সিদ্ধান্ত?

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া এমনিতেই জনপ্রিয় তিনি। টুইটার থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রামে তাঁর যা ফলোয়ার, তা বিশ্বের অন্য কোনও রাষ্ট্রনেতার রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'ডিজিটাল ইন্ডিয়া'-র স্বপ্ন দেখিয়েছিলেন যিনি, তিনিই কি না সোশ্যাল মিডিয়া থেকে অব্যাহতি চাইছেন! ২ মার্চে করা একটা টুইটে এমনই জানালেন নমো। তবে কেন তাঁর এই সিদ্ধান্ত, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। একদিকে যেমন 'গেল গেল রব', তেমনই বিরোধীদের একাংশ তাঁর ওই টুইটকে কটাক্ষ করেছেন। এই তালিকা থেকে বাদ যাননি রাহুল গান্ধীও।

টুইটারে নরেন্দ্র মোদীর ফলোয়ার সংখ্যা ৫ কোটি ৩৩ লক্ষ। এছাড়া ফেসবুকে ৪ কোটি ৪০ লক্ষ, ইনস্টাগ্রামে ৩ কোটি ৫২ লক্ষ এবং ইউটিউবে ৪৪ লক্ষ ফলোয়ার। এমন জনপ্রিয়তা সত্ত্বেও ২ মার্চে প্রধানমন্ত্রীর করা ওই ধরনের টুইট কেউই প্রত্যাশা করেননি। অথচ তিনি সাফ জানালেন, 'এই রবিবার, ভাবছি সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ছেড়ে দেব। পরে পোস্ট করে জানাব।' মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে নমোর টুইট-টি।

সোমবারের এই টুইট নিয়ে নেটিজেনদের একাংশের কৌতূহলের সীমা নয়। হঠাৎ এমন ঘোষণা কেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে উঠেপড়ে লেগেছেন তাঁরা। পাশাপাশি বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা। সোমবার রাত ৮:৫৬ নাগাদ টুইট করেছেন মোদী। তার এক ঘণ্টাও কাটেনি। রাহুল গান্ধী সেই টুইট ট্যাগ করে  প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, 'ঘৃণা ছাড়ুন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়।' স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ডিজিটাল ইন্ডিয়া-র স্বপ্ন সফল করার জন্য যিনি উঠে পড়ে লেগেছেন, তাঁর আচমকাই কেন এমন সিদ্ধান্ত? তাছাড়া কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় তাঁর বিশেষ সক্রিয়তার প্রসঙ্গও তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *