কীভাবে বিলি হবে করোনা টিকা? জানালেন প্রধানমন্ত্রী মোদী

কীভাবে বিলি হবে করোনা টিকা? জানালেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি: করোনা টিকা দ্রুত সরবরাহের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শনিবার কোভিড টিকা সরবরাহের প্রস্তুতি ব্যবস্থা খতিয়ে দেখেন৷ ভারতের বৈচিত্র ও বিস্তারতার কথা মাথায় রেখে যাতে সরবরাহের ব্যবস্থা ঠিকঠাক করা যায়, তার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

করোনা ভাইরাস সংক্রমণ দিনে দিনে বেড়েই চলেছে৷ মার্চ থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস বিদায় নেবে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও আশ্বাস পাওয়া যায়নি৷ সারা বিশ্বে এই নিয়ে এখনও অন্ধকারে৷ তবে চলছে করোনা টিকা আবিষ্কারের প্রতিযোগিতা, গবেষণা৷ চলছে ট্রায়াল৷ এরমধ্যেই শনিবার, কোভিড ভাইরাসের টিকা সরবরাহের প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত সাধারণ জনতার হাতে পৌঁছায় দেওয়ার পরামর্শ দেন তিনি৷

স্বাস্থ্যমন্ত্রকের তরফে এদিন ট্যুইট করে জানানো হয়েছে, ভারতে দৈনিক সংক্রণের হার কমেছে৷ ফলে, দেড় মাসে আক্রান্তের সংখ্যা বা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮ লক্ষের নিচে৷ বাড়ছে সুস্থতার হার৷ এখনও পর্যন্ত ৬৫ লক্ষের বেশি মানুষ সুস্থ হয়েছেন৷ শনিবার করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

এদিন প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, করোনার তিনটি টিকা এখন অ্যাডভান্স স্টেজে রয়েছে, তারমধ্যে দুটি রয়েছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে৷ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশ আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভুটান, মলদ্বীপ, মরিশাস, নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে করোনার টিকা সংক্রান্ত গবেষণা চালিযে যাচ্ছেন ভারতের বিজ্ঞানী ও গবেষকরা৷ বাংলাদেশ, মায়নমার, কাতারএবং ভুটান তাদের দেশে ক্লিনিক্যাল ট্রায়ালের ইচ্ছেপ্রকাশ করেছে বলে জানানো হয়েছে৷ প্রধানমন্ত্রীর দফতরের জারি করা বিবৃতিতে বলা হয়, “দেশের বৈচিত্রতা এবং বিস্তারতার কথা মাথায় রেখে, যাতে টিকা দ্রুত সরবরাহ করা যায়, সেদিকে জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী৷ সঠিকভাবে প্রশাসন, পরিকাঠামো ও সরবরাহ ব্যবস্থাকে প্রতিটি পর্যায়ে কাজ করতে বলেছেন তিনি৷”

প্রধানমন্ত্রী জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়া এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কাজের অভিজ্ঞতাকে টিকার সরবরাহে ব্যবহার করতে হবে৷ এই কাজে একসঙ্গে কাজ করবে সরবরাহ এবং প্রশাসন বিভাগ৷ টিকা সরবরাহের কাজে রাজ্য, কেন্দ্রীয় সরকার, নাগরিক সমাজ থেকে শুরু করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের সর্বোচ্চ প্রশাসক৷ প্রধানমন্ত্রী জানান, এই কাজটি এমনভাবে করতে হবে, যাতে তা দেশের স্বাস্থ বিভাগের পক্ষে টিকিয়ে রাখা সম্ভব হয়, এবং এই কাজে তথ্য প্রযুক্তি বিভাগের শক্তপোক্ত ভূমিকা থাকবে৷ প্রধানমন্ত্রী বলেন, “শুধুমাত্র আমাদের নিকটতম প্রতিবেশীর মধ্যেই চেষ্টাকে সীমাবদ্ধ রাখলে চলবে না, টিকা সরবরাহের জন্য, টিকা দেওয়া, ওষুধ দেওয়া বা তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে হবে৷” শনিবার প্রধানমন্ত্রীর এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রধান সচিব, নীতি আয়োগ (স্বাস্থ্য) সদস্য, প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক সহ অন্যান্যরা৷ বৈঠক থেকে এদিনও দেশবাসীকে মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি মনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 2 =