Aajbikel

‘অনুপ্রেরণার নতুন কেন্দ্র হয়ে উঠেছে শিবশক্তি পয়েন্ট', চন্দ্রযান নিয়ে সংসদে মোদী

 | 
মোদী

কলকাতা:  সোমবার থেকে সংসদে শুরু হয়েছে পাঁচদিনের বিশেষ অধিবেশন। সরকারের ডাকা এই অধিবেশন নিয়ে বিরোধীদের মধ্যে জল্পনা তুঙ্গে। এদিন, সংসদে দাঁড়িয়ে চন্দ্রযানের প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী৷  তিনি বলেন, 'চন্দ্রযান ৩-এর হাত ধরে চন্দ্রাভিযানের সাফল্য এসেছে৷ চাঁদে আমাদের তিরঙ্গা উড়েছে। শিবশক্তি পয়েন্ট অনুপ্রেরণার নতুন কেন্দ্র হয়ে উঠেছে। তিরঙ্গা বিন্দু আমাদের গর্বের কারণ হয়ে উঠেছে। সারা বিশ্বেই এমন ঘটনাকে আধুনিকতা, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করে দেখা হয়। এই সাফল্যের হাত ধরেই বেশ কিছু সুযোগ ও সম্ভাবনা ভারতের দরজায় কড়া নাড়ছে।' 

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘ভারতের সভাপতিত্বে জি২০ শীর্ষ সম্মেলন সফল। এই বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। দেখা গিয়েছে সত্যিকারের ফেডারেল কাঠামো৷ এই সম্মেলনে ভারতের বৈচিত্র ফুটে উঠেছে৷ জি২০ সম্মেলনে আমাদের বৈচিত্রের উদযাপন ঘটেছে৷  ভারত গর্বিত, কারণ গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে উঠেছি আমরা। আফ্রিকান ইউনিয়ন জি২০-র স্থায়ী সদস্য হয়েছে। এই সবই ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত।’’

মোদী আজ আরও বলেন, ‘আগামিকাল, গণেশ চতুর্থী৷ আমরা নতুন সংসদে ভবনে যাব। ভগবান গণেশের অপর নাম 'বিঘ্নহর্তা'৷ দেশের উন্নয়নে আর কোনও বাধা থাকবে না... নির্বিঘ্নে সব স্বপ্ন, সব সংকল্প পূরণ করবে ভারত। সংসদের এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে, তবে এটি ঐতিহাসিক হবে।’ 

Around The Web

Trending News

You May like