নয়াদিল্লি: সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে শুরু হল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর। করোনা আবহে প্রায় তিন বছর পরে এটাই তাঁর প্রথম বিদেশ সফর। এদিন সকালে প্রধানমন্ত্রী পৌঁছান জার্মানির রাজধানী বার্লিনে। এই তিন দিনে তিনি যাবেন ইউরোপের তিনটি আলাদা আলাদা দেশে। সোমবার জার্মানিতে পদার্পণ করে শুরু হয়েছে তাঁর এই তিনদিনের সফর। এরপর মঙ্গলবার মোদি যাবেন ডেনমার্ক। সেখানকার রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাতের পর বুধবার সকালে তাঁর প্যারিসে পৌঁছানোর কথা। সেখানে প্রধানমন্ত্রী নবনির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও দেখা করবেন বলে খবর। সোমবার ভোর বার্লিনে পৌঁছে সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করে ই সফর শুরু করলেন প্রধানমন্ত্রী। তাঁদের মধ্যেই এক খুদের সঙ্গে গলা মিলিয়ে গাইলেন দেশাত্মবোধক গান।
উল্লেখ্য সোমবার ভোরে বার্লিনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সে দেশের প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁর সঙ্গে দেখা করতে বেশকিছু কচিকাঁচাও ভিড় জমিয়েছিল। সেই সমস্ত ভিডিও প্রধানমন্ত্রীর অফিস থেকে ইতিমধ্যেই টুইটারে প্রকাশ করা হয়েছে। এছাড়া জার্মানিতে গিয়ে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নিজে টুইট করে জানিয়েছেন, ‘বার্লিনে তখন সবে ভোর হচ্ছে। কিন্তু এত সকালেও বহু ভারতীয় এসেছিলেন আমাকে অভ্যর্থনা জানাতে। তাঁদের সঙ্গে এই সাক্ষাৎ চমৎকার লেগেছে এবং সেই সঙ্গে আমি বলতে চাই প্রবাসীরা যা অর্জন করছেন তাতে ভারত গর্বিত।’
এরপর বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসীদের সাক্ষাতের একাধিক ভিডিও প্রকাশিত হতে থাকে। তবে এর মধ্যে সব থেকে বেশি চর্চা হয়েছে যে ভিডিওটিকে নিয়ে তা হল প্রধানমন্ত্রীর সঙ্গে এক খুদের গান গাওয়া। জানা যাচ্ছে, এদিন সকালে বাবা-মায়ের সঙ্গে ওই খুদেও আলাপ করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সে মোদিকে একটি দেশাত্মবোধক হিন্দি গানও শোনায়। সেই গান শুনে প্রধানমন্ত্রী এতটাই আপ্লুত হন যে তিনিও গানের তালে তাল দিতে থাকেন। গান শেষে তিনি ওই খুদেকে আদর করে আশীর্বাদও করেন। অন্যদিকে অপর একটি ভিডিওতে দেখা গিয়েছে বছর-দশেকের একটি বাচ্চা মেয়ে মোদির হাতে একটি ছবি তুলে দিয়েছে। ওই শিশু নিজের হাতে এঁকেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোর্ট্রেট। সেই ছবিতেই অটোগ্রাফ দেন মোদি।
উল্লেখ্য সোমবার জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও দু-দেশের বাণিজ্যকদের একটি গোলটেবিল বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা। এই সব শেষ করে মঙ্গলবারই তিনি উড়ে যাবেন ডেনমার্কের উদ্দেশ্যে। সেখান থেকে বুধবার যাবেন ফ্রান্স এবং শেষ হবে তাঁর সফর।