নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারে গরিব কল্যাণ খাদ্য যোজনায় উপকৃতদের সঙ্গে মঙ্গলবার ভার্চুয়ালি মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রসঙ্গত, গরিবদের বিনামূল্যে রেশন দিচ্ছে সরকার৷ দীপাবলি পর্যন্ত গরিবদের ফ্রিতে রেশন দেওয়া হবে৷
আরও পড়ুন- ১৫ বিরোধী দলকে নিয়ে রাহুলের ব্রেকফাস্ট বৈঠকে তৃণমূল, দুই কক্ষে পেশ মুলতুবি প্রস্তাব
এদিনও প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে আত্মনির্ভর ভারতের কথা৷ এ ক্ষেত্রে অলিম্পিক্সের প্রসঙ্গ তুলে ধরেন তিনি৷ মোদী বলেন, দেশের কঠিন পরিস্থিতির মধ্যেও অলিম্পিক্সে সবচেয়ে বেশি প্রতিযোগী কোয়ালিফাই করেছে৷ শুধু তাই নয় কড়া টক্করও দিচ্ছেন তাঁরা৷ ভারতের আত্মবিশ্বাস প্রতিটি খেলায় নজরে আসছে৷ নিজেদের থেকে এগিয়ে থাকা ব়্যাঙ্কের প্রতিযোগীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ভারতীয় খেলোয়াররা৷ সঠিক ট্যালেন্টকে চিনে নিতে পারলেই এই আত্মবিশ্বাস জন্ম নেয়৷ এদিন গুজরাতের উন্নয়নের প্রসঙ্গও তুলে ধরেন তিনি৷
আরও পড়ুন- পেগাসাস নিয়ে তদন্ত চান নীতীশ! চরম অস্বস্তিতে গেরুয়া শিবির
মে-জুন মাসে খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা ৮০ কোটি গরিব মানুষকে বিনামূল্যে পাঁচ কেজি করে রেশন দেওয়ার কথা আগেই ঘোষণা হয়েছিল। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এই বছর দীপাবলি পর্যন্ত বিনিমূল্যে রেশন বিলি করা হবে৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার প্রশংসা করেছে রাষ্ট্রসংঘের অধীনে থাকা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। গতবছর করোনা আবহে লকডাউন শুরু হতেই এই প্রকল্প চালু করেছিল কেন্দ্র। চলতি বছরে কোভিডের দ্বিতীয় ঢেউ দেশের উপর আছড়ে পড়লে ফের এই প্রকল্পের ঘোষণা করেন মোদী।