এবার ওয়াকফ বোর্ডে মুসলিম মহিলারা? ‘ঐতিহাসিক’ আইন সংশোধনে সায় মোদীর মন্ত্রিসভার

নয়াদিল্লি: ২০১৯ সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর মুসলিমদের বিবাহ বিচ্ছেদের জন্য তিন তালাক বেআইনি ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। এবারও মুসলিমদের ওয়াকফ আইন সংশোধনের…

modi wakaf

নয়াদিল্লি: ২০১৯ সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর মুসলিমদের বিবাহ বিচ্ছেদের জন্য তিন তালাক বেআইনি ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। এবারও মুসলিমদের ওয়াকফ আইন সংশোধনের সিদ্ধান্ত নিল কেন্দ্রের বিজেপি সরকার। ওয়াকফ আইনে সংশোধন প্রস্তাবে মোদীর মন্ত্রিসভার অনুমোদন মিলেছে৷ চলতি সংসদ অধিবেশনেই এই বিষয়ে একটি সংশোধনী বিল আনার চিন্তাভাবনা চলছে।

গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ওয়াকফ আইনে ৪০টি সংশোধনীর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই সংশোধনী বিল পাস হলে ওয়াকফ বোর্ডের অনিয়ন্ত্রিত ক্ষমতা অনেকটাই কমে যাবে। নতুন বিলে যেমন বলা হয়েছে শুধুমাত্র মুসলিমরাই ওয়াকফ সম্পত্তি তৈরি করতে পারবেন। তেমনই বলা হয়েছে, এবার থেকে মহিলারাও রাজ্যগুলির ওয়াকফ বোর্ডের সদস্য হতে পারবেন। এতদিন মহিলারা ওয়াকফ বোর্ড বা কাউন্সিলের সদস্য ছিলেন না। নতুন বিল অনুযায়ী, রাজ্যের প্রতিটি বোর্ডে দুজন মহিলা এবং কেন্দ্রীয় কাউন্সিলে দুজন মহিলা থাকার কথা বলা হয়েছে৷