নয়াদিল্লি: সংসদ ভবনকে নতুন করে সাজিয়ে তোলার বিষয়ে বহু প্রস্তাব উঠেছিল৷ এবার সেই কাজ দ্রুত শুরু করতে চলেছে কেন্দ্র৷ তবে এই কাজ করার জন্য মোদি সরকারের সৌজন্যে বরাত পেয়েছে মোদি ঘনিষ্ঠ বলে পরিচিত সেই আহমেদাবাদের কোম্পানি এইচসিপি ডিজাইনিং প্ল্যানিং৷
সরকারের যুক্তি, এই সংস্থা গুজরাতের সবরমতী রিভার ফ্রন্ট সাজানোর অভিজ্ঞতা রয়েছে৷ তাই তাদের বরাত দেওয়া হয়েছে৷ যেহেতু সংসদ ভবনের হেরিটেজ তকমা রয়েছে, তাই সংস্থার প্রধান হিসেবে বিমল প্যাটেল জানিয়েছেন, ভবনের মূল স্থাপত্যের কোনরকম বদল না ঘটিয়ে সাজিয়ে তোলা হবে সংসদ ভবন৷ কেন্দ্রীয় নগর উন্নয়নমন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন, সংসদ ভবন সাজানোর জন্য কেন্দ্রীয় সরকার ২২৯.৭ কোটি টাকা বরাদ্দ করেছে৷ প্রাথমিকভাবে সংসদ ভবনকে সাজিয়ে তোলার জন্য খরচ ধরা হয়েছিল ৪৪৮ কোটি টাকা৷
দিল্লির বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর৷ এর জন্য ভাড়া হিসেবে খরচ হয় এক হাজার কোটি টাকা৷ সে কথা মাথায় রেখে আলাদা করে তৈরি করা হবে একটি কেন্দ্রীয় প্রশাসনিক ভবন৷ সংসদ ভবনকে সাজিয়ে তোলার বিষয়ে বিরোধীদের সমর্থন থাকলেও প্রশ্ন উঠেছে বড় বাজেটের যেকোনও কেন্দ্রীয় প্রকল্পে কাজের বরাত মোদি ঘনিষ্ঠ শিল্প গোষ্ঠি বা সংস্থা কেন দেওয়া হল?
এর আগে দেশের ছটি বিমানবন্দরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য শিল্পপতি গৌতম আদানি সংস্থাকে দেওয়া হয়েছিল৷ গত বছর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিল, বিমান বন্দরগুলিতে যৌথ উদ্যোগে রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজ চালানো হবে৷ সেই মতো ডাকা হয়েছিল টেন্ডার৷ তবে আশ্চর্যজনকভাবে ৩২টি আবেদন জমা পড়লেও একমাত্র মোদি ঘনিষ্ঠ বলে পরিচিত আদানি গোষ্ঠী সবকটি টেন্ডার জিতে নিয়েছিল৷ এবার সংসদ ভবনের সাজানোর ক্ষেত্রে ঘনিষ্ঠ শিল্পপতিকে বরাদ্দ দেওয়ার শুরু হয়েছে বিতর্ক৷