করোনা মোকাবিলার পথ খুঁজতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে নমো, আমন্ত্রণ পেলেন না মমতা

করোনা মোকাবিলার পথ খুঁজতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে নমো, আমন্ত্রণ পেলেন না মমতা

নয়াদিল্লি:  ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি৷ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কার্যত নাজেহাল গোটা দেশ৷ প্রতিদিন সংক্রমণের মাত্রা নতুন রেকর্ড গড়ছে৷  পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন তিনি৷ তবে উল্লেখজনক ভাবে এই বৈঠকে আমন্ত্রণ পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- অক্সিজেন না পেয়ে মৃত ২৫, আর হয়তো দু’ঘণ্টা, বাঁচানো যাবে না ৬০জনকে

অক্সিজেন নিয়ে দিল্লিতে যে সংকট দেখা দিয়েছে, এদিন বৈঠকে সেই বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ সেই সঙ্গে দিল্লির জন্য অক্সিজেনের বরাদ্দ বাড়ানোর প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান আপ সুপ্রিমো৷ এই বর্ধিত কোটা দিল্লিতে আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনাও করেন তিনি৷ কেজরিওয়াল বলেন, অক্সিজেন কোম্পানিগুলি না থাকলে কি দিল্লি অক্সিজেন পাবে না? দিল্লিগামী অক্সিজেট ট্রাক অন্য রাজে আটকে দেওয়া হচ্ছে৷ এর জন্য আমরা কার সঙ্গে কথা বলব?

প্রসঙ্গত, এদিনের বৈঠকে উপস্থিত ছিল মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাত, কর্ণাটক, ছত্তিশগড়, তামিলনাড়ু এবং কেরল৷ করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে প্রশাসনকে৷ প্রতি নিয়ত অক্সিজেন, ওষুধ এবং  বেড পাওয়া কঠিন হয়ে উঠছে৷ পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে মানুষ প্রাণ হারাচ্ছে৷ এই ঘাটতির কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নোটিশ জবাব তলব করেছে৷ এদিন অক্সিজেন নির্মাতা সংস্থাগুলির সঙ্গেও বৈঠক করবেন মোদী৷ এর পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বলেও মনে করা হচ্ছে৷ 

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩,৩২,৭৩০ জনের৷ মৃত্যু হয়েছে ২,২৬৩ জনের৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক অনুযায়ী, দেশের ৫৯.১২ শতাংশ আক্রান্ত রয়েছে মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং কেরলে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *