দলের ঊর্ধ্বে উঠে দেশের জন্য লড়াই করুন, বাজেট অধিবেশন শুরুর আগে বার্তা মোদীর

কলকাতা: সোমবার থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। আগামিকাল সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে  সাংসদ ও দেশের জনগণের উদ্দেশে বার্তা…

কলকাতা: সোমবার থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। আগামিকাল সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে  সাংসদ ও দেশের জনগণের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

বিরোধী সাংসদের কাছে প্রধানমন্ত্রীর অনুরোধ, সংসদকে সচল রাখতে সহযোগিতা করুন৷ তিনি আরও বলেন, “দলগত রাজনীতির ঊর্ধ্বে উঠে আগামী পাঁচ বছর দেশের জন্য লড়তে হবে।” তাঁর কথায়,  দেশবাসীরা আমাদের দেশের জন্য পাঠিয়েছেন, দলের জন্য নয়। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রীর এই বার্তা নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ। কারণ, ২০১৪ বা ২০১৯ সালের মতো এ বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লোকসভায় যায়নি বিজেপি। ফলে জোটের উপর অনেকটাই নির্ভরশীল মোদা সরকার৷ তার উপর লোকসভায় বেড়েছে বিরোধীদের আসন সংখ্যা৷ এক দশক পর লোকসভায় বিরোধী দলনেতার পদ পেয়েছে কংগ্রেস। ফলে শরিকদের সঙ্গে সমঝোতার পাশপাশি, সমঝে চলতে হচ্ছে বিরোধী দলকেও।