নয়াদিল্লি: করোনা মোকাবিলায় সম্মুখ সমরে যোদ্ধা হিসেবে কাজ করছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। তাঁদের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্র থেকে বিভিন্ন রাজ্যও। এবার আন্তর্জাতিক নার্স দিবসে টুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পৃথিবীকে সুস্থ রাখতে সক্রিয় ভূমিকা পালন করছেন তাঁরা। এদিকে নার্সদের প্রশংসা শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও।
১২ মে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, 'আমাদের পৃথিবীকে সুস্থ রাখার জন্য সারাক্ষণ কাজ করেন নার্সরা। বর্তমানে কোভিড ১৯ ভাইরাসের প্রকোপে যে সঙ্কট তৈরি হয়েছে, তার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেও নিজেদের উৎসর্গ করছেন তাঁরা। নার্স এবং তাঁদের পরিবার পরিজনের প্রতি আমরা কৃতজ্ঞ।' এর আগেও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। গোটা দেশ জুড়ে তাঁদের সম্মান জানানোর উদ্দেশ্যে বিশেষ অনুরোধও জানিয়েছিলেন দেশবাসীর উদ্দেশ্যে।
আন্তর্জাতিক নার্স দিবসে তিনি আরও বলেন, 'আমাদের নার্সরা ফ্লোরেন্স নাইটিঙ্গলের আদর্শে অনুপ্রাণিত। সুতরাং আমরা আজ ওঁদের কল্যাণ কামনায় কাজ করব। ওদের প্রতি যত্নশীল হব।' কোনও রকম বিপদে নার্স ও তাঁর পরিবারের কারও যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও নজর রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে একই সুর শোনা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও।
এদিন তিনি বলেন, 'নার্সদের দিন আজকে। এই দিনে তাঁদের শুভকামনা জানাচ্ছি। তাঁরা খুব ভাল কাজ করছেন। আগামী দিনেও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের সঙ্গে মিলেমিশে সাধারণ মানুষকে পরিষেবা দেবেন এবং নিজের পরিবারেরও খেয়াল রাখবেন এবং আমাদের সিস্টার নিবেদিতা তৈরি হোক, এটাই আমাদের কামনা থাকল।' করোনা পরিস্থিতিতে জেরবার গোটা বিশ্ব। এই অবস্থায় সক্রিয়ভাবে লড়ছেন চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মীরা। তাই এই লড়াইয়ে নার্সদের 'যোদ্ধা' বলে সম্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের পরিবারেরও সুস্থতা কামনা করেছেন তিনি।