নয়াদিল্লি: পঞ্চম দফার নির্বাচনের আগে বঙ্গ সফরে এসেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যদিও সেই সফর করার পরেই তিনি জানিয়েছিলেন, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির দিকে নজর দিয়েই তিনি বাকি কর্মসূচি বাতিল করলেন। বঙ্গ সফর থেকে ফিরেই করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন খোদ রাহুল গান্ধী। এদিন টুইট করে তিনি নিজেই জানিয়েছেন এই কথা। এবার তাঁর সুস্থতা কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর সুস্থতা কামনায় লেখেন, ‘আমি লোকসভা সাংসদ রাহুল গাঁধীজির দ্রুত আরোগ্য ও সুস্থ শরীর কামনা করছি’। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘শ্রী রাহুল গান্ধীজির দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করি।’ এদিন সকালেই টুইট করে রাহুল গান্ধী জানান, “মৃদু উপসর্গ দেখা দিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে টেস্ট করায় কোভিড পজেটিভ এসেছে। যারা যারা বিগত কয়েক দিনের মধ্যে আমার সংস্পর্শে এসেছেন তারা নিয়ম বিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন।” ১৪ এপ্রিল বঙ্গ সফরে এসে নকশালবাড়িতে সভা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার পরেই তিনি ঘোষণা করেন যে বাংলায় আর সফর করবেন না। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও যাবতীয় জনসভা এবং কর্মসূচি থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
I pray for the good health and quick recovery of Lok Sabha MP Shri @RahulGandhi Ji.
— Narendra Modi (@narendramodi) April 20, 2021
Wishing Shri @RahulGandhi good health and a speedy recovery.
— Amit Shah (@AmitShah) April 20, 2021
গতকালই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। বয়স কিছুটা বেশি হওয়ায় ডঃ মনমোহন সিংকে নিয়ে আলাদা ভাবে সর্তকতা বজায় রাখছেন চিকিৎসকরা। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে, ১৮ বছর বয়স হলেই ভাইরাসের টিকা মিলবে। আবার জানা গিয়েছে, এবার থেকে খোলা বাজারের মিলবে করোনাভাইরাস ভ্যাকসিন। ৫০% ভ্যাকসিন খোলাবাজারে বিক্রি করতে পারবে সংস্থা , সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা । এবার মানুষ চাইলে নিজেই ভ্যাকসিন কিনে নিতে পারবে। অর্থাত্ রাজ্যগুলিকে সরাসরি ভ্যাকসিন বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা। এমনই সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকার। এর ফলে রাজ্য সরকার চাইলে সরাসরি ভারত বায়োটেক বা সিরাম ইনন্সিটিউট থেকে টিকা কিনতে পারবে।