ছিল ন্যানো, হল হেলিকপ্টার! যুবকের নয়া আবিষ্কার ভাইরাল

বিহার : ছিল ন্যানো৷ হয়ে গেম হেলিকপ্টার৷ বিহারের ছাপড়ার যুবকের নয়া আবিষ্কার এই সোশ্যাল দুনিয়ায় ভাইরাল৷ ন্যানো গাড়ি কেটে হেলিকপ্টার নির্মাণ করে চমকে দিয়েছেন মিথিলেশ প্রসাদ৷ তিনি ছোট থেকেই চাইতেন, পাইলট হতে৷ সেই নিয়ে কত স্বপ্ন ছিল তাঁর৷ কিন্তু, ইচ্ছ থাকলেই যে উপায় হয়৷ হলেও তাই৷ পড়ে থাকা ন্যানোকে হেলিকপ্টারের রূপ দিয়ে ফেললেন ওই যুবক৷

ছিল ন্যানো, হল হেলিকপ্টার! যুবকের নয়া আবিষ্কার ভাইরাল

বিহার : ছিল ন্যানো৷ হয়ে গেম হেলিকপ্টার৷ বিহারের ছাপড়ার যুবকের নয়া আবিষ্কার এই সোশ্যাল দুনিয়ায় ভাইরাল৷ ন্যানো গাড়ি কেটে হেলিকপ্টার নির্মাণ করে চমকে দিয়েছেন মিথিলেশ প্রসাদ৷ তিনি ছোট থেকেই চাইতেন, পাইলট হতে৷ সেই নিয়ে কত স্বপ্ন ছিল তাঁর৷ কিন্তু, ইচ্ছ থাকলেই যে উপায় হয়৷ হলেও তাই৷

পড়ে থাকা ন্যানোকে হেলিকপ্টারের রূপ দিয়ে ফেললেন ওই যুবক৷ এমনকি মাথার ওপর লাগানো হল ঘুড়নি৷ পিছনটাও একদম হেলিকপ্টারের মতো৷ নানান রঙে রাঙিয়ে রাজপথে ন্যানো হেলিকপ্টার নামতেই ভাইরাল সোশ্যাল দুনিয়ায়৷ কিন্তু, হেলিকপ্টারের মতো দেখতে হলেও জনতার উৎসাহ ছিল না কম৷ শহরের রাস্তায় নামতেই শুরু ছবি, ভিডিও তোলার তোড়জোড়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 5 =