প্রচারে রাজপথের কুচকাওয়াজ অনুষ্ঠানেও বাদ রাখলেন না নমো

অপেক্ষা আর মাত্র দু’মাস৷ তার পরই শুরু হয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব৷ গণতন্ত্রের নিয়ম নেমে এইটাই মোদির শাসনকালের শেষ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান৷ ফলে, শেষ বারের মতো প্রটোকল ভেঙে জনসংযোগে গুরুত্ব দিলেন নরেন্দ্র মোদি৷ কুচকাওয়াজ অনুষ্ঠানে আসা দর্শকদের কাছে গিয়ে হাত নাড়িয়ে জানিয়ে দিলেন, তাঁর উপস্থিতি৷ এদিন নয়াদিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে

প্রচারে রাজপথের কুচকাওয়াজ অনুষ্ঠানেও বাদ রাখলেন না নমো

অপেক্ষা আর মাত্র দু’মাস৷ তার পরই শুরু হয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব৷ গণতন্ত্রের নিয়ম নেমে এইটাই মোদির শাসনকালের শেষ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান৷ ফলে, শেষ বারের মতো প্রটোকল ভেঙে জনসংযোগে গুরুত্ব দিলেন নরেন্দ্র মোদি৷ কুচকাওয়াজ অনুষ্ঠানে আসা দর্শকদের কাছে গিয়ে হাত নাড়িয়ে জানিয়ে দিলেন, তাঁর উপস্থিতি৷

এদিন নয়াদিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে পায়ে হেটে বেশ খানিকক্ষণ দর্শকদের মাঝে সময় কাটান মোদি৷ রাজপথের কোন ঘেঁসে হাঁটতে হাঁটতে সেরে ফেলেন জনসংযোগ৷ কিন্তু, প্রোটকল অনুযায়ী, কুচকাওয়াজ শেষে রাষ্ট্রপতিকে বিদায় জানান প্রধানমন্ত্রী৷ রাষ্ট্রপতির পর পর যাওয়ার কথা প্রধানমন্ত্রীর গাড়ি৷ কিন্তু, গাড়িতে না উঠে পায়ে হেঁটেই দর্শকদের কাছে চলে যায়৷ জানান অভিবাদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − two =