নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনের আগে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মমতা বলেন, এই বৈঠকে অনেক বর্ষীয়ান নেতা উপস্থিত ছিলেন৷ আমি শরদ পাওয়ারজিকে বৈঠকের সভাপতিত্ব করতে বলি৷ উনিই সভাপতিত্ব করেছেন৷ সব বিরোধী দল একসঙ্গে বসে বৈঠক করেছেন৷ প্রতিটি রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করেছে৷
আরও পড়ুন- বাস্তবে ‘স্কুইড গেম’ আনছে নেটফ্লিক্স, জীবন মরণ খেলায় জিতলেই মোটা অঙ্কের পুরস্কার
সাংবাদিক বৈঠকে জানানো হয়, সবকটি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা মিলিত ভাবে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে আমরা এমন একজন প্রার্থী চাই যিনি দেশের সাংবিধানকে রক্ষা করবেন এবং মোদী সরকারকে সংবিধান বিরোধী কাজ করা থেকে প্রতিহত করবেন৷
মমতা বলেন, আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় হল, একসঙ্গে এতগুলো দলের প্রতিনিধিদের মিলিত হওয়াটা৷ এর আগে কোথাও মুফতিজি এবং অখিলেশ যাদব হয়তো একসঙ্গে বৈঠক করেননি৷ এছাড়াও আজকে সিপিএম, সিপিআই, আরএসপি, কংগ্রেস, শিবসেনা, ডিএমকে, এনসিপি মতো দলগুলি উপস্থিত হয়েছিলেন৷ দু’একটা দল আসেনি৷ হয়তো ব্যস্ত আছেন৷
তিনি আরও জানান, আজকের বৈঠকে প্রতিটি দল ঐক্যমত্য হয়ে রাষ্ট্রপতি পদের জন্য শরদ পাওয়ারে নাম সমর্থন করেছেন৷ উনি এই প্রস্তাব মেনে নিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে রাজি হলে, সকলে ওঁকে সমর্থন করবে৷ পাওয়ার রাজি না হলে আলোচনার প্রেক্ষিতে অন্যনাম বিবেচনা করা হবে৷ তার পর সিদ্ধান্ত নেওয়া হবে৷ মমতার কথায়, এতদিন পর আমরা বিরোধীরা ফের একসঙ্গে আলোচনার টেবিলে বসলাম৷ এটা খুবই গুরুত্বপূর্ণ৷ যে ভাবে রাজনৈতিক ভাবে প্রতিটি সংগঠনের অপব্যাবহার করা হচ্ছে৷ যে ভাবে বিরোধীদের বুলডোজ করা হচ্ছে, সেই অবস্থায় একসঙ্গে বসাটা অত্যন্ত আবশ্যক ছিল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>