লোকসভার পরবর্তী অধ্যক্ষের নাম ঘোষণা

নয়াদিল্লি: সোমবার ছিল সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন৷ আজই স্পিকার নির্বাচন৷ বিজেপির তরফে মনোনয়নপত্র পেশ করা হবে৷ তবে, সংখ্যাগরিষ্ঠতার কারণে বিজেপির স্পিকার পদপ্রার্থী ওম বিড়লার জয় কার্যত নিশ্চিত৷ শুরু আনুষ্ঠানিক ভাবে ঘোষণার অপেক্ষা৷ আগামী পাঁচ বছর লোকসভা পরিচালোনার গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে চলেছেন রাজস্থানের কোটার দু’বারের সাংসদ কথা তিন বারের বিধায়ক ওম বিড়লা৷ এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস

08fd024ca4a18d78fc322d7d72ce3873

লোকসভার পরবর্তী অধ্যক্ষের নাম ঘোষণা

নয়াদিল্লি: সোমবার ছিল সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন৷ আজই স্পিকার নির্বাচন৷ বিজেপির তরফে মনোনয়নপত্র পেশ করা হবে৷ তবে, সংখ্যাগরিষ্ঠতার কারণে বিজেপির স্পিকার পদপ্রার্থী ওম বিড়লার জয় কার্যত নিশ্চিত৷ শুরু আনুষ্ঠানিক ভাবে ঘোষণার অপেক্ষা৷ আগামী পাঁচ বছর লোকসভা পরিচালোনার গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে চলেছেন রাজস্থানের কোটার দু’বারের সাংসদ কথা তিন বারের বিধায়ক ওম বিড়লা৷

এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী রামনারায়ণ মীনাকে আড়াই লাখ ভোটে হারিয়েছেন ওম৷ গত লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এবার ঙোটে লড়েননি৷ সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিজেপি সাংসদ বীরেন্দ্র কুমারকে প্রোটেম স্পিকার পদে নিয়োগ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *