৮৫ লক্ষ টাকার অক্সিজেন কিনে হাসপাতালে দিলেন নাগপুরের এই ব্যবসায়ী

৮৫ লক্ষ টাকার অক্সিজেন কিনে হাসপাতালে দিলেন নাগপুরের এই ব্যবসায়ী

33449fe89f58b1adb0d950c1ff3c7f21

 
নাগপুর: দেশজুড়ে যে শুধু অমানবিকতার ছবিও ফুটে উঠছে না, মানবিকতা আজও মানুষের মধ্যে বেঁচে রয়েছে, তা প্রমাণ করলেন নাগপুরের এক ব্যবসায়ী৷ নাম পেয়ারে খান৷ যাতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা বন্ধ না হয়, সেই জন্য নাগপুর ও আশপাশের সরকারি হাসপাতালগুলিকে ৮৫ লক্ষ টাকার বিনিময়ে ৪০০ মেট্রিক টন লিকুইড অক্সিজেন কিনে দিলেন তিনি।

একটি ইংরাজি দৈনিকে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এই ব্যবসায়ী ৩২ টন অক্সিজেন সরবরাহ করেছেন নাগপুর ও মহারাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে। এখানেই শেষ নয়, তাঁকে দেখে এগিয়ে এসেছেন মহারাষ্ট্রের পুলিশ প্রশাসনও৷ মানুষের সেবায় যখন তিনি অক্সিজেন পৌঁছে দিচ্ছেন নিজের খরচে, তখন তা সরবরাহের খরচ বহন করার আর্জি জানিয়েছে নাগপুরের পুলিশ প্রশাসন। যদিও প্রশাসনের সেই অর্থ নিতেই রাজি নন তিনি এবং সরকারের আবেদনও তিনি নাকচ করে দেন।

তাঁর বক্তব্য, রমজানের সময় এটাই তাঁর জাকাত, কর্তব্য। রমজানের সময় মানুষের সাহায্যে মুসলিমদের কিছু দান করতে হয় বিভিন্ন সমাজসেবী সংগঠনকে। সেই জাকাতই তিনি করছেন বলে জানান। তাছাড়া এমন অসময়ে মনুষ্যত্বের খাতিরে মানুষকে নূন্যতম অক্সিজেন পৌঁছে দেওয়া, তাঁদের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্য বলে মনে করেন তিনি। জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে তিন গুণ দাম দিয়ে দু’টি ক্রায়োজেনিক গ্যাস ট্যাঙ্কার ভাড়া করেছেন পেয়ারে খান। ১৪ লক্ষ টাকা বেশি দিয়েছেন শুধুই মানুষের সেবা করবেন বলে। বর্তমানে ১১৬টি অক্সিজেন কনসেনট্রেটর এইমস, গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং গান্ধি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নাগপুরে পৌঁছে দিয়েছেন তিনি।

১৯৯৫ সালে নাগপুর রেল স্টেশনের বাইরে কমলালেবু বিক্রি করতেন পেয়ারে খান৷ তাজবাগের বসতি এলাকা থেকে উঠে এসে তিনি এখন ৪০০ কোটি টাকার কোম্পানি খাঁড়া করেছেন৷ বর্তমানে তাঁর কাছে অধীনে চলে ২০০০টি ট্রাক, কাজ করেন ১২০০ জন কর্মচারী। বসতি থেকে বিলিয়েনিয়ার পেয়ারে খানের নাম ছড়িয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ী মহলে, এবার দেশের ইতিহাসেও স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাঁর নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *