CBI থেকে দমকলে গেলেন নাগেশ্বর, কিন্তু কেন?

নয়াদিল্লি: সিবিআইয়ের অতিরিক্ত ডিরেকটর এম নাগেশ্বর রাওকে দমকল হোমগার্ডের ডিরেকটর জেনারেল পদে নিয়োগ করা হল৷ ওডিশা ক্যাডারের ১৯৮৬ ব্যাচের এই আইপিএস অফিসারের পদমর্যাদাও কমিয়ে দেওয়া হয়েছে বলে খবর৷ সিবিআইয়ের তুলনায় এই নতুন পদ মর্যাদার দিক থেকে অনেক নীচে রয়েছে৷ নাগেশ্বর কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশি দল পাঠিয়েছিলেন৷ পাল্টা এই আধিকারিকের বিরুদ্ধেও দুর্নীতির

CBI থেকে দমকলে গেলেন নাগেশ্বর, কিন্তু কেন?

নয়াদিল্লি: সিবিআইয়ের অতিরিক্ত ডিরেকটর এম নাগেশ্বর রাওকে দমকল হোমগার্ডের ডিরেকটর জেনারেল পদে নিয়োগ করা হল৷ ওডিশা ক্যাডারের ১৯৮৬ ব্যাচের এই আইপিএস অফিসারের পদমর্যাদাও কমিয়ে দেওয়া হয়েছে বলে খবর৷

সিবিআইয়ের তুলনায় এই নতুন পদ মর্যাদার দিক থেকে অনেক নীচে রয়েছে৷ নাগেশ্বর কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশি দল পাঠিয়েছিলেন৷ পাল্টা এই আধিকারিকের বিরুদ্ধেও দুর্নীতির মামলা রয়েছে৷ তার তদন্ত চলছে৷ চিটফান্ড সংক্রান্ত তদন্তেরও দেখভালের দায়িত্ব ছিল তাঁর হাতেই৷ কেন এই বদলি তা নিয়ে কিছুই জানা যায়নি৷

আগামী বছর জুলাইয়ে নাগেশ্বরের অবসরগ্রহণের কথা৷ কিন্তু, তার আগে কেন্দ্র সিবিআইয়ের প্রাক্তন ডিরেকটর অলোক বর্মাকে এই পদে নিয়োগ করেছিল৷ কিন্তু অলোক বর্মা তাতে রাজি না হয়ে ওই পদে যোগ দেননি৷ ব্রামর সঙ্গে রাকেশ আস্থানার বিবাদের সময় নাগেশ্বরের ওপরই আস্থা রেখেছিলেন নরেন্দ্র মোদি৷ গত ফেব্রুয়ারিতে সিবিআইয়ের ডিরেকটর পদে যোগ দিয়েছেন ঋষিকুমার শুক্লা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *