মনিপুরের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের ভারতের হাতে তুলে দিল মায়ানমার

মনিপুরের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের ভারতের হাতে তুলে দিল মায়ানমার

b32b183e4b7fd009ee100064f059b6a2

নয়াদিল্লি: লকডাউন ও করোনা আতঙ্কের মধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক জয় ভারতের। ভারতের হাতে একাধিক জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের তুলে দিল মায়ানমার। মোট ২২ জন জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীকে ভারত সরকারের হাতে তুলে দিয়েছে মায়ানমার সেনাবাহিনী। গত শুক্রবার তাদের ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়। এরা অসম ও মণিপুরের ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা লোকজন বলে জানা গিয়েছে। বিশেষ বিমানে তাদের নিয়ে আসা হয় ভারতে।

এটা ভারত সরকারের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। ভারত মায়ানমারের সুসম্পর্কের জন্য এটা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। মায়ানমারের এই সিদ্ধান্তের জেরে বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। মনিপুর ও অসমের স্থানীয় প্রশাসনের হাতে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সম্পূর্ণ অপারেশনটা অজিত দোভালের নেতৃত্বে হয়েছে বলে জানা গিয়েছে। এটা অজিত দোভালের একটা বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, মায়ানমারের প্রায় ১৬০০ কিলোমিটার দখল করে রেখেছে জঙ্গিরা। ভারতের অনুরোধে মায়ানমারের সেনাবাহিনী অপারেশন চালায়। গত বছর ফেব্রুয়ারি ও মার্চ মাস থেকে একটানা অপারেশন চালায় মায়ানমারের সেনাবাহিনী। ভারতের গোয়েন্দা দপ্তর মায়ানমারের সেনাবাহিনীতে তথ্য দিয়ে সহায়কা করে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *