ধর্মনিরপেক্ষ ভারত গঠনে আমার লড়াই চলবে: প্রকাশ রাজ

মুম্বই ও বেঙ্গালুরু: অন্যধারার রাজনীতির অন্যতম মুখ ছিলেন বেঙ্গালুরু সেন্ট্রালের নির্দল প্রার্থী অভিনেতা প্রকাশ রাজ। বিভিন্ন বিতর্ক অনুষ্ঠানে মোদি বিরোধিতাকে উচ্চস্তরে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু বিতর্ক অনুষ্ঠান আর নির্বাচনের ময়দান যে এক নয়। বেঙ্গালুরু সেন্ট্রালের নির্দল প্রার্থী হিসেবে জামানত জব্দ হল প্রকাশ রাজের। গেরুয়া গড় হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে তাঁর লড়াই ছিল বিজেপির বর্তমান এমপি পি

ধর্মনিরপেক্ষ ভারত গঠনে আমার লড়াই চলবে: প্রকাশ রাজ

মুম্বই ও বেঙ্গালুরু: অন্যধারার রাজনীতির অন্যতম মুখ ছিলেন বেঙ্গালুরু সেন্ট্রালের নির্দল প্রার্থী অভিনেতা প্রকাশ রাজ। বিভিন্ন বিতর্ক অনুষ্ঠানে মোদি বিরোধিতাকে উচ্চস্তরে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু বিতর্ক অনুষ্ঠান আর নির্বাচনের ময়দান যে এক নয়। বেঙ্গালুরু সেন্ট্রালের নির্দল প্রার্থী হিসেবে জামানত জব্দ হল প্রকাশ রাজের। গেরুয়া গড় হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে তাঁর লড়াই ছিল বিজেপির বর্তমান এমপি পি সি মোহনের বিরুদ্ধে।

কংগ্রেসের প্রার্থী ছিলেন রিজওয়ানা আরসাদ। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিজেপি প্রার্থী ৫ লক্ষ ৪০ হাজার ভোটে এগিয়ে। কংগ্রেস প্রার্থী আরসাদ ৪ লক্ষ ৯০ হাজার ভোটে লড়াই দিচ্ছেন। সেখানে প্রকাশ রাজের ভোটপ্রাপ্তি মাত্র ২৫ হাজার ৮৮১। এদিন দুপুরেই গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান প্রকাশ রাজ। পরে ট্যুইটারে লেখেন, জোরদার থাপ্পড় খেলাম। তবে, আমাকে এখন যতই অপমান করা হোক, আমি নিজের অবস্থানে অনড় থাকব। ধর্মনিরপেক্ষ ভারত গঠনে আমার লড়াই চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 1 =