‘বাবা এখনও বেঁচে আছেন’, প্রণব ‘মৃত্যু’র গুজব রুখতে আর্জি অভিজিৎ-শর্মিষ্ঠার

‘বাবা এখনও বেঁচে আছেন’, প্রণব ‘মৃত্যু’র গুজব রুখতে আর্জি অভিজিৎ-শর্মিষ্ঠার

 

নয়াদিল্লি:  প্রয়াত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এই গুজব৷ এই ভুয়ো খবরে বেজায় ক্ষিপ্ত প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এবং মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ 

প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর জল্পনা ও গুজব উড়িয়ে এদিন সকালে টুইট করেন অভিজিৎ মুখোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় এখনও জীবিত এবং তিনি হেমোডাইনামিক্যালি স্থিতিশীল৷ কিছু স্বনামধন্য সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় এই জল্পনা ও ভুয়ো খবর ছড়িয়েছেন৷ এর থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ভারত ভুয়ো খবরের কারখানায় পরিণত হয়েছে৷’’ এই বিষয়টি নিয়ে একইভাবে বিরক্ত প্রণব-কন্যা শর্মিষ্ঠাও৷ তাঁরা কারও ফোন ধরছেন না বলেই খবর৷ 

আরও পড়ুন- দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নয়া প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর

 

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর গুজব উড়িয়ে টুইট করেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও৷ তিনি বলেন, ‘‘আমার বাবার মৃত্যুর যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো৷ সংবাদমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে আমাকে ফোন করবেন না৷ কারণ হাসপাতালের আপডেট পাওয়ার জন্য আমার ফোন ফ্রি রাখতে হবে৷’’

এদিকে, দিল্লি আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতাল থেকে বৃহস্পতিবার সকালের বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা একইরকম আছে৷ এখনও ভেন্টিলেটর সাপোর্টেই রাখা হয়েছে তাঁকে৷’’ বুধবারের বুলেটিনে জানানো হয়েছিল, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা এখনও সঙ্কটজনক৷ ভেন্টিলেশনেই রয়েছেন তিনি৷ তবে তিনি হেমোডাইনামিক্যালি স্টেবল৷ এদিন অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে বলেন, ‘‘আপনাদের প্রার্থনায় আমার বাবা হেমোডাইনামিক্যালি স্টেবল৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে আপনারা প্রার্থনা করুন৷ ধন্যবাদ৷’’ 

আরও পড়ুন- BREAKING: স্বাধীনতা দিবসের আগে গোয়েন্দা সর্তকতা, খালিস্তানি জঙ্গিদের নজরে লালকেল্লা

 

রবিবার রাতে বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি৷ রক্তপাত না হলেও, সোমবার সকাল থেকে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয় তাঁর। এর পরেই চিকিৎসকের পরামর্শে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল-এ ভর্তি করা হয় তাঁকে৷ এমআরআই স্ক্যানে দেখা যায়, মাথার ভিতর রক্ত জমাট বেঁধে রয়েছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ সেই সঙ্গে তাঁর কোভিড পরীক্ষাও করা হয়৷ রিপোর্ট পজেটিভ আসে৷ ৮৪ বছরের ভারতরত্নকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ চিকিৎসায় সাড়া দিলেও, তিনি এখনও বিপন্মুক্ত নয় বলেই হাসপাতাল সূত্রে খবর৷ প্রতি ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থায় বুলেটিন প্রকাশ করা হচ্ছে৷ 

আরও পড়ুন- প্রথম করোনা ভ্যাকসিন কারা পাবেন, বৈঠক কেন্দ্রীয় কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *